পনির টিক্কা মশালা (peneer tikka masala recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#GA4
#wéek6
রেস্টুরেন্ট স্টাইলে তৈরি অতি সুস্বাদু পনির টিক্কা মশালা।

পনির টিক্কা মশালা (peneer tikka masala recipe in Bengali)

#GA4
#wéek6
রেস্টুরেন্ট স্টাইলে তৈরি অতি সুস্বাদু পনির টিক্কা মশালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪-৬ জনের জন্য
  1. ৩৫০ গ্রাম পনির
  2. ৪ টেবিল চামচ টক দই
  3. ১.৫ টেবিল চামচ বেসন
  4. ৩ টা মাঝারি পেঁয়াজ
  5. ১ টা মাঝারি ক্যাপ্সিকাম
  6. ৩ টা মাঝারি টমেটো পিউরি
  7. ১.৫ চা চামচ আদা রসুন বাটা
  8. ১.৫ চা চামচ জিরেগুঁড়ো
  9. ১.৫ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ৩/৪ চা চামচ লঙ্কাগুঁড়ো
  12. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. ১/২ চা চামচ জোয়ান(ঐচ্ছিক )
  14. গোটা জিরে
  15. ৩/৪ চা চামচ গরমমশলা গুঁড়ো
  16. পরিমাণ মতোকসুরি মেথি(ঐচ্ছিক )
  17. প্রয়োজনমতোতেল
  18. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    পনির নিজের পছন্দমত মাপে কেটে নিন, ক্যাপ্সিকাম ছোট ছোট টুকরো এবং পেঁয়াজ কুঁচি করে কেটে নিন।

  2. 2

    একটা পাত্রে দই, বেসন, ১/২ চা চামচ জিরেগুঁড়ো, ১/২ চা চামচ ধনেগুঁড়ো, ১/২ চা চামচ হলুদ, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো, আজোয়ান, ১.৫ টেবিল চামচ তেল এবং সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন।

  3. 3

    এবার তার মধ্যে ক্যাপ্সিকাম গুলি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর তাতে পনিরগুলি দিয়ে দিন এবং ভাল করে মেখে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন।

  4. 4

    ২০ মিনিট পরে প্যানে আন্দাজমতো তেল গরম করে পনির টিক্কা গুলি দুই পিঠ হালকা করে ভেজে তুলে রাখুন।

  5. 5

    এবার প্যানে আন্দাজমতো তেল গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে তারমধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিন ও নাড়তে থাকুন।

  6. 6

    পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে আধা মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে বাকি গুঁড়ো মশলা গুলি দিয়ে কষাতে থাকুন।

  7. 7

    মশলা কষে এলে এবার তাতে টমেটো পিউরি দিয়ে দিন, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন।

  8. 8

    সমস্ত মসলা কষে গেলে তাতে দেড় কাপ জল ও স্বাদমতো নুন যোগ করুন এবং জল ফুটতে শুরু করলে তাতে পনির টিক্কা গুলি দিয়ে দিন ও দশ মিনিট কম আঁচে ফুটাতে থাকুন।

  9. 9

    ১০ মিনিট পরে ঢাকা খুলে গ্রেভি ঘন হয়ে এলে তাতে আধা চা চামচ গরম মসলা ও আন্দাজমতো কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিন এবং আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন, তারপর তৈরি হয়ে যাবে সুস্বাদু এই পনির টিক্কা মশলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

মন্তব্যগুলি (6)

Similar Recipes