পনির হারিয়ালি টিক্কা (PANEER HARIYALI TIKKA RECIPE IN BENGALI)

Shiuli Sabnam
Shiuli Sabnam @cook_17347914
London

পনির হারিয়ালি টিক্কা (PANEER HARIYALI TIKKA RECIPE IN BENGALI)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জনের জন্য
  1. ২০০ গ্রাম পনির
  2. ১/২ ক্যাপসিকাম
  3. ২ টি পেঁয়াজ
  4. ২ টি টমেটো
  5. ৩ টেবিল চামচ টকদই
  6. ১/২ কাপ ধনেপাতা কুচি
  7. ১/২ কাপ পুদিনা পাতা কুচি
  8. ২ টি কাঁচা লঙ্কা
  9. ১/২ চা চামচ আদা রসুন বাটা
  10. ১/২ টেবিল চামচ লেবুর রস
  11. ১.৫ টেবিল চামচ বেসন
  12. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১/২ চা চামচ চাট মশলা
  15. ১ চা চামচ কসুরি মেথি
  16. ১/২ চা চামচ জোয়ান
  17. ১ টেবিল চামচ তেল
  18. স্বাদ মতো লবন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে পনির গুলো কিউব করে কেটে নিন। পেঁয়াজ গুলোকে চার টুকরো করে লেয়ার গুলো ছাড়িয়ে রাখুন। টমেটোর রস বের করে বড় করে কেটে নিন আর একই সাইজ করে ক্যাপসিকাম কেটে রাখুন।

  2. 2

    এবার গ্রাইন্ডার জারের মধ্যে ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস আর টকদই দিয়ে একসাথে মিহি পেস্ট বানিয়ে নিন।

  3. 3

    এরপর বড় একটা পাত্রে পনির, বাটা মশলা, গুঁড়ো মশলা আর বাকি সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে ঢাকিয়ে রাখুন ২ ঘন্টা।

  4. 4

    কাঠি গুলোকে ১ ঘন্টা আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে পুড়বে না।

  5. 5

    এখন কাঠির গায়ে মশলা মাখা পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একটা একটা করে সাজিয়ে সাজিয়ে গেঁথে দিন।

  6. 6

    ফ্রাই প্যান গরম করুন। অল্প তেল ব্রাশ করে দিন। গরম হলে পনির গাঁথা কাঠি গুলোকে সাজিয়ে দিন।

  7. 7

    চুলার আচঁ মিডিয়ামে রেখে চার পাশ উল্টে পাল্টে ভেজে নিন বাদামি করে। এক্সট্রা মশলা গুলো একটু ব্রাশ করে দিন যাতে সবজি গুলো তেও মশলা যায়।

  8. 8

    ভাজতে এক একটা সাইড ৩-৪ মিনিট করে সময় লাগবে। সবজি গুলো একটু সেদ্ধ আর একটু পোড়া পোড়া কালার হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shiuli Sabnam
Shiuli Sabnam @cook_17347914
London

মন্তব্যগুলি

Similar Recipes