পনির টিক্কা মসালা (paneer tikka masala recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#ডিনাররেসিপি
#ইবুক
পনিরের এই পদটি রাতে রুটি, লুচি বা পরোটার সঙ্গে লাগে অনবদ্য এবং বানানো ও ভীষণ সহজ। খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করে ফেলা যায়।

পনির টিক্কা মসালা (paneer tikka masala recipe in Bengali)

#ডিনাররেসিপি
#ইবুক
পনিরের এই পদটি রাতে রুটি, লুচি বা পরোটার সঙ্গে লাগে অনবদ্য এবং বানানো ও ভীষণ সহজ। খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করে ফেলা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম পনির
  2. ২ টি বড় টমেটো
  3. ১ ইঞ্চি আদা
  4. ১ টেবিল চামচ জিরা
  5. ১ টি তেজপাতা
  6. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  7. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  8. ১ টেবিল চামচ নুন
  9. ৩ টেবিল চামচ বেসন
  10. ১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
  11. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  12. ১ টেবিল চামচ চিনি
  13. ১/২ চা চামচ কসুরি মেথি
  14. ২ চা চামচ ধনেপাতা কুচি
  15. ৪ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমেই পনির গুলো কেটে মোটামুটি মাঝারি সাইজের করে নিতে হবে। তারপর একটা বড় বাটি নিতে হবে এবং তাতে ৩টেবিল চামচ বেসন,আন্দাজমতো নুন এবং ১ চা চামচ লঙ্কা গুঁড়ো ও ১ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানাতে হবে অল্প করে জল মিশিয়ে। বেশি নরম করবেন না। এমন করবেন যাতে পনিরের গায়ে পেষ্ট টা লেগে থাকতে পারে।

  2. 2

    এইবার পনিরের কিউবস গুলো ওই পেস্টে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। যাতে ভালোভাবে পনিরের গায়ে পেস্ট টা ভালো করে সেট হয়ে যায়।

  3. 3

    এবার ১৫ মিনিট পর ফ্রিজ থেকে পনিরের কিউবস গুলো বার করে আনতে হবে। এবার একটি প্যানে ২ টেবিল চামচ ঘি দিয়ে পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দিতে হবে।এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে ভাল করে ভেজে নিতে হবে আর একটা পিঠ। ভালোভাবে ভাজা হয়ে গেলে পনিরের টিক্কা গুলো একটি প্লেটে তুলে নিতে হবে।

  4. 4

    এইবার ননস্টিক প্যানে আরো দুই টেবিল চামচ ঘি দিতে হবে। তেল গরম হলে এতে জিঁরে ফোড়ন দেবো তার সাথে তেজপাতা ফোঁড়ন দেব আর এগুলি ভাজা হয়ে গেলে আদা বাটা দেব এবং সেটাও ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায়।

  5. 5

    এবার টমেটো এবং আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে নুন, লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো, ধনেগুঁড়ো এবং জিঁরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে। এই সময় চিনিও দিয়ে দিতে হবে।দরকার পড়লে অল্প একটু জল দিতে পারেন।

  6. 6

    তিন থেকে চার মিনিট কষা হয়ে গেলে তারপর কসৌরি মেথি দিয়ে দিন।সেটা ভালো করে পেস্ট এর সাথে মিশিয়ে নেয়ার পর আগে থাকতে ভেজে রাখা পনির টিক্কা গুলো দিয়ে দিন এবং দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখুন যাতে সমস্ত মসলা পনিরের গায়ে ভালোভাবে লেগে যায়। এই সময় যদি মনে করেন যে মশলা টা একটু বেশি গাঢ় গেছে তাহলে অল্প করে জল মিশিয়ে নিতে পারেন।

  7. 7

    এইবারে পনিরের টিক্কা মসালা একদম রেডি হয়ে গেছে।জাস্ট প্যান থেকে নামিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes