ফ্রাইড রাইস (Fried Rice recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#পুজা2020 #ebook2
দুর্গা পূজা ।চিকেন, মাটন, এগ ও পনির , সবার সাথেই ফ্রাইড রাইস ভালো লাগে। খুব টেস্টি হয়॥

ফ্রাইড রাইস (Fried Rice recipe in Bengali)

#পুজা2020 #ebook2
দুর্গা পূজা ।চিকেন, মাটন, এগ ও পনির , সবার সাথেই ফ্রাইড রাইস ভালো লাগে। খুব টেস্টি হয়॥

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৬ জনের জন্য
  1. ২ কাপ বাসমতি চাল
  2. ৪ চা চামচঘি
  3. ২ টেবিল চামচ গাজর কুচি
  4. ২ টেবিল চামচ বিন্স কুচি
  5. ১ টা পেঁয়াজ কুচি
  6. ৪ টে কাঁচালঙ্কা লম্বা করে কাটা
  7. ৪ টে তেজপাতা
  8. ৪টে শুকনো লঙ্কা
  9. ১/২ চা চামচজিরে
  10. ৫ টা লবঙ্গ
  11. ৫ টা এলাচ
  12. ২ ইঞ্চি দারচিনি
  13. ১০ টা গোটা গোলমরিচ
  14. ১০ টা কাজু টুকরো করা
  15. ১০ টা কিশমিশ
  16. স্বাদ অনুযায়ীনুন
  17. স্বাদ অনুযায়ীচিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে ঝরঝরে করে ভাত রান্না করতে হবে। ভাত যেন বেশি নরম বা বেশি শক্ত না হয়।

  2. 2

    সব্জি গুলো ধুয়ে, কেটে নিতে হবে। কড়াইতে ২ চামচ ঘি গরম করে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা,জিরে,এলাচ,দারচিনি,লবঙ্গ গোলমরিচ ফোরণ দিতে হবে।

  3. 3

    তারপর একে একে পেঁয়াজ, গাজর, বিন্স লঙ্কা গুলো ও ২ চিমটি নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার মাঝে একটু ফাঁক করে কাজুবাদাম ও কিশমিশ হালকা ভেজে নিয়ে সব্জির সাথে মেশাতে হবে।

  5. 5

    হালকা লাল হয়ে গেলে ওরমধ্যে দু চামচ ঘি, নুন চিনি,ঝরঝরে ভাত যোগ করে ভালোকরে মিক্স করতে হবে। তিন থেকে চার মিনিট হালকাভাবে নাড়িয়ে তারপর নামিয়ে নিন।

  6. 6

    একটা থালায় সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

  7. 7

    পরিমাণ গুলো একটু বেশি খরা যায়। আমার বাড়িতে হালকা পছন্দ তাই এভাবে করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes