ভেজ ফ্রাইড রাইস (Vegetable Fried rice recipe in Bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

#চাল
আমরা সবাই সাস্থ সচেতন, আর তাই সবার আগে আমরা সবাই সাস্থ সচেতন রাখতে তেল খুব খাওয়ার চেষ্টা করে থাকি, আর তার জন্য ফ্রাইড রাইস অতি উত্তম, এর জন্য চালের ও প্রয়োজন হয় আর তেল আমরা কম ব্যবহার করা যায়।

ভেজ ফ্রাইড রাইস (Vegetable Fried rice recipe in Bengali)

#চাল
আমরা সবাই সাস্থ সচেতন, আর তাই সবার আগে আমরা সবাই সাস্থ সচেতন রাখতে তেল খুব খাওয়ার চেষ্টা করে থাকি, আর তার জন্য ফ্রাইড রাইস অতি উত্তম, এর জন্য চালের ও প্রয়োজন হয় আর তেল আমরা কম ব্যবহার করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪ জনের জন্য
  1. ২কাপ বাসমতী চাল
  2. ১/২ কাপ সাদা তেল
  3. ১কাপ গাজর, বিন্স, ক্যাপ্সিকাম কুচি করে কাটা
  4. ২ টেবিল চামচ ঘি
  5. ২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ২চা চামচ চিনি
  8. ১০- ১৫ টি কাজুবাদাম ও কিসমিস
  9. ২টি শুকনো লঙ্কা
  10. ১চা চামচ কাঁচালঙ্কা কুচি
  11. পরিমাণমতো জল
  12. স্বাদমতো নুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ও ভাত টা করে নিতে হবে। কিন্তু ভাত টা ঝরঝরে করে নামাতে হবে।

  2. 2

    এবারে একটি পাত্রে তেল দিয়ে তাতে প্রথমে কাজুবাদাম ও কিসমিস হালকা করে ভেজে নিতে হবে। তারপর সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে ও ভালো করে নেড়ে একটু পর গাজর, ক্যাপ্সিকাম ও বিনস্ কুচি দিয়ে দিতে হবে ও ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে ও একটু পর পরিমাণমতো নুন দিয়ে দিতে হবে ও গোলমরিচ গুরো, জিরে গুরো টাও মিশিয়ে দিতে হবে ও চিনি দিয়ে ভালো করে নেড়ে একটু পর আগে থেকে করে রাখা ভাত টাও দিয়ে দিতে হবে ও ভালো করে নেড়ে দিতে হবে।

  3. 3

    এবারে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেলে ঘী টা দিয়ে দিতে হবে ও ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে ও নামিয়ে নিতে হবে ও গড়ম গড়ম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

Similar Recipes