ডালিয়ার খিচুড়ি (daliyar khichuri recipe in bengali)

Arpita Ghosh
Arpita Ghosh @cook_26617282

ডালিয়ার খিচুড়ি (daliyar khichuri recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
তিনজন
  1. 2 কাপদালিয়া
  2. 1 কাপমুগের ডাল
  3. 1 টাছোট ক্যাপ্সিকাম
  4. 1 টাটমেটো
  5. 1 টাআলু
  6. 1 টিগাজর
  7. 4 টিবিন কড়াই
  8. 2 টিএলাচ
  9. 2 টোতেজপাতা
  10. 4 টিলবঙ্গ
  11. 2 টিশুকনো লঙ্কা
  12. 4 টিকাঁচালঙ্কা
  13. 1 চা চামচজিরা গুঁড়া
  14. 1 চা চামচআদা বাটা
  15. স্বাদ মতনুন
  16. স্বাদ অনুযায়ী চিনি
  17. 5টেবিল চামচ তেল
  18. 1টেবিল চামচ ঘি
  19. 1 চা চামচহলুদ
  20. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  21. 5 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে মুগডাল হালকা করে ভেজে নিতে হবে

  2. 2

    তারপর মুগডাল আর দলিয়া ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে নিতে হবে

  3. 3

    এরপর কড়াইতে 5 টেবিল চামচ তেল দিতে হবে তারপর এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিতে হবে ।

  4. 4

    গোটা মসলাগুলো ভাজা হয়ে গেলে কেটের আঁকা সবজি গুলিকে কড়াই দিয়ে দিতে হবে

  5. 5

    সবজি গুলি 5 মিনিট নড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা 1 চামচ জিরা গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দলিয়া দিয়ে দিতে হবে 15 মিনিট ধরে রান্না করতে হবে

  7. 7

    15 মিনিট পর ঢাকনা খুলে চারটে গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে

  8. 8

    এক চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন

  9. 9

    তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Ghosh
Arpita Ghosh @cook_26617282

Similar Recipes