ফিউশন পোলাও(fusion pulao recipe in bengali)

Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata

#GA4
#Week8 এর ধাঁধা থেকে আমি পোলাও শব্দটি বেছে নিয়ে একটা সহজ রেসিপি বানালাম

ফিউশন পোলাও(fusion pulao recipe in bengali)

#GA4
#Week8 এর ধাঁধা থেকে আমি পোলাও শব্দটি বেছে নিয়ে একটা সহজ রেসিপি বানালাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ১৫ মিন:
4জন
  1. ২কাপ বাসমতি চাল
  2. ২টো দারুচিনি
  3. ৪টা ছোট এলাচ
  4. ৫-৭ টা লবঙ্গ
  5. ২টো স্টার এনিস
  6. ১০ টা কাজু
  7. ৬-৭ টা কিসমিস
  8. ১ টা গাজর ছোট করে কুচি করা
  9. ৩-৪ টা বিন্সছোট করে কুচি করা
  10. ১২-১৩ টা ছোট চিংড়ি মাছ
  11. ২৫ গ্রাম মতো মাশরুম কুচি
  12. ১০০ গ্রাম পনির কিউব করে কাটা
  13. ১/৪ক্যাপ্সিকাম
  14. ৪-৫ টা রসুন কুচি
  15. পরিমাণ মতো তেল
  16. স্বাদমতো লবণ,চিনি এবং গোলমরিচ গুঁড়ো
  17. ২চা চামচ ঘী
  18. ২টো ডিম ভাজা
  19. ২ টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ১৫ মিন:
  1. 1

    প্রথমে চাল টাকে ভালো করে ধুয়ে ৩০ মিনিট মতো জল এ ভিজিয়ে,তারপর ভাত করতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে তেল দিয়ে তাতে এক এক করে,গাজর, বিন্স,ক্যাপ্সিকাম, মাশরুম, পনির,ছোট চিংড়ি এবং রসুন টা ভেজে নিতে হবে।

  3. 3
  4. 4

    এরপর ওই কড়াই তেই এবার সাদা তেল,অল্প ঘী দিয়ে তাতে গোটা গরম মসলা ও তেজপাতা দিতে হবে।

  5. 5

    এরপর আবার ভাজা সবজি,পনির,মাছ,মাশরুম একসাথে দিতে হবে।

  6. 6

    তারপর তাতে ভাত টা যোগ করতে হবে, এবং কিছু খন নাড়তে হবে,

  7. 7

    এরপর ভাত এ পরিমাণ মতো নুন, চিনি,অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেসাতে হবে।

  8. 8

    এরপর ভাত এ কাজু, কিসমিস দিয়ে আবার ভালো করে মেশাতে হবে।

  9. 9

    এরপর অন্য কড়াই তে ২টো ডিম ভেজে সেটাকে ভাত এর সাথে মেশাতে হবে।এবং ভেজে রাখা রসুন ও তাতে ক্রাশ করে দিয়ে মেশাতে হবে।

  10. 10

    মেশানো হয়ে গেলে রেডি ফিউশন পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata
রান্না করে এবং রান্না খাইয়ে যা তৃপ্তি তা আর কোথাও নেই, আমার ভালোবাসা
আরও পড়ুন

Similar Recipes