নারকেল ছানার বরফি মিষ্টি (Narkel chanar Barfi mishti recipe in bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#GA4
#Week9
Week 9 এর ধাঁধা থেকে আমি মিষ্টি বেছে নিলাম।

নারকেল ছানার বরফি মিষ্টি (Narkel chanar Barfi mishti recipe in bengali)

#GA4
#Week9
Week 9 এর ধাঁধা থেকে আমি মিষ্টি বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
  1. ১ টা নারকেল
  2. ২ কাপ ছানা
  3. ১ কাপ গুঁড়ো দুধ
  4. ২/১ কাপ কন্ডেস মিল্ক
  5. ১/২চা চামচ কেশর
  6. ১/২চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    নারকেল কুড়িয়ে মিকচার এ দিয়ে খুভ ভালো ভাবে ব্লেন্ড করে নিন। দুধ থেকে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিন। কেশর কন্ডেস মিল্ক এর সঙ্কে মিশিয়ে রাখুন।

  2. 2

    এবার গেশে কড়াই বশিয়ে এক চা চামচ ঘি দিয়ে নারকেল টা দিয়ে ভাজতে থাকুন । ভাজার সময় গেসের আঁচ যতটা সম্ভব কমিয়ে রাখবেন আর নারকেল ভাজার সময় খেয়াল রাখবেন নারকেল যেনো লাল না হয়ে যায় । তাই নারকেল টা বার বার নেরে দেবেন নারকেল টা যেনো সাদা থাকে । নারকেল টা দুধ কমে ঝরঝরে হলে নামিয়ে নিন।

  3. 3

    নারকেলটা ঠান্ডা হলে নারকেল ছানা টা হাত দিয়ে মেখে নিন।

  4. 4

    এবার নারকেল আর ছানার মিশরনে গুঁড়ো দুধ এলাচ গুঁরো কেশর ভেজানো কন্ডেস মিল্ক দিয়ে ভালো ভাভে মেখে নিন। এতে আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই গুঁড়ো দুধ আর কন্ডেস মিল্ক এমেনিই খুব মিষ্টি হয় । তা ও যদি আপনারা বেশি মিষ্টি পচ্ছন্দ করেন নারকেল ভাজার সময় চিনি দিতে পারেন।

  5. 5

    এবার একটা প্রাত্রে ঘি লাগিয়ে মেখে রাখা মিশ্রন টা ভালো ভাবে সেট করে নরমাল ফ্রিজে ২ ঘন্টার জন্য রেখে দিন। দুই ঘন্টা পর ইচ্ছা মত সাজিয়ে বরফির আকারে কেটে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes