নিরামিষ দই বেগুন(Niramish doi begun recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#GA4
#week9
অতি অল্প সময়ে রান্না সুস্বাদু নিরামিষ দই বেগুন

নিরামিষ দই বেগুন(Niramish doi begun recipe in Bengali)

#GA4
#week9
অতি অল্প সময়ে রান্না সুস্বাদু নিরামিষ দই বেগুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১ টা বেগুন
  2. ২০০ গ্রাম দই
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ জিরাগুঁড়ো
  6. ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ টা শুকনোলঙ্কা
  9. ১/২ চা চামচ কালোজিরা
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. স্বাদমতোনুন ও চিনি
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  13. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    বেগুন লম্বা করে কেটে, ধুয়ে নুন ও হলুদ মেখে ৫ মিনিট রেখে দিন। তারপর মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে তুলে রাখুন।

  2. 2

    প্যানে আন্দাজমতো তেল গরম করে শুকনো লঙ্কা ও কালোজিরা ফোঁড়ন দিন, তারপর তাতে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন।

  3. 3

    এবার তাতে জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ ও সামান্য জল যোগ করে মশলা কষাতে থাকুন।

  4. 4

    মশলা কষে গেলে এবার তাতে দই ফেটিয়ে দিয়ে দিন ও মিশিয়ে নিন।

  5. 5

    এবার তাতে আন্দাজমতো জল ও স্বাদমতো চিনি যোগ করুন। জল ফুটে গেলে এবার তাতে ভাজা বেগুন গুলি দিয়ে দিন ও কম আঁচে ফুটাতে থাকুন।

  6. 6

    ২ মিনিট ফুটানোর পর তাতে গরম মশলা দিয়ে মিশিয়ে নিন ও আঁচ বন্ধ করে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে দিন এবং তৈরি হয়ে গেল সুস্বাদু এই নিরামিষ দই বেগুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

Similar Recipes