পুঁই মিটুলির চচ্চড়ি(pui mitulr chocchori recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#গল্পকথায়
#শীতকালীন সবজি
পুঁই মিছুরি এই শীতের সময় ই পাওয়া যায়। এই চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু।

পুঁই মিটুলির চচ্চড়ি(pui mitulr chocchori recipe in Bengali)

#গল্পকথায়
#শীতকালীন সবজি
পুঁই মিছুরি এই শীতের সময় ই পাওয়া যায়। এই চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪জনের জন্যে
  1. ২০০ গ্রাম পুঁই মিটুলি
  2. ১ টা বড় আলু
  3. ১ টা মাঝারি পেঁয়াজ
  4. ১ চা চামচ রসুন কুচি
  5. ১/২ কাপ চিংড়ি মাছ
  6. ১ টা কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ
  9. ১/২ চা চামচ চিনি
  10. ১ চা চামচ পাঁচ ফোড়ন
  11. পরিমাণ মতনুন
  12. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    পুঁই মিছুরি গুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে নিয়ে আলু দিয়ে ভাজতে হবে। আলু অল্প ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

  3. 3

    পেঁয়াজ লালচে হলে চিংড়ি মাছ দিয়ে ভেজে লঙ্কা,হলুদ, নুন দিয়ে নেড়ে পুঁই মিছুরি কষতে হবে। জল ছাড়লে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।

  4. 4

    পুঁইমিছুরি গুলো নরম হলে চিনি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে।

  5. 5

    রেডি পুঁইমিছুরি র চচ্চড়ি। গরম ভাতের সাথে ভালই লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes