পুঁই শাক চচ্চড়ি (Puisak chochhori recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#ebook2
#নববর্ষ
বাঙালি বাড়ির উৎসবের রান্না তে পুঁই শাক চচ্চড়ি বা ছ্যাঁচড়া কিন্তু বেশ জনপ্রিয় পদ।

পুঁই শাক চচ্চড়ি (Puisak chochhori recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
বাঙালি বাড়ির উৎসবের রান্না তে পুঁই শাক চচ্চড়ি বা ছ্যাঁচড়া কিন্তু বেশ জনপ্রিয় পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩টে পুঁই শাকের ডগা
  2. ১টা আলু
  3. ১টা লম্বা ফালি মিষ্টি কুমড়ো
  4. ২টো পেঁয়াজ
  5. ১টেবিল চামচ রসুন বাটা
  6. ১চা চামচ আদা বাটা
  7. ১টা টমেটো
  8. ২টো ইলিশ মাছের মুড়ো
  9. ১০-১২টা চিংড়ি মাছ
  10. ৪টে কাঁচা লঙ্কা
  11. ১চা চামচ পাঁচফোড়ন
  12. স্বাদ মত লবণ
  13. পরিমান মতসর্ষে তেল
  14. ১চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব সবজি ধুয়ে নিন। আলু, কুমড়ো, পেঁয়াজ ডুমো করে কেটে নিন। পুঁই শাক কেটে নিন। টমেটো ডুমো করে কেটে নিন। চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিন। মাছের মুড়ো ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিন। ছবিতে সব অল্প করে দেখানো আছে।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছ ভেজে তুলে নিন।ঐ তেলে মাছের মুড়ো ভেজে তুলে নিন।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ স্বচ্ছ মতো হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটা ও আদা বাটা দিয়ে কষুন। হলুদ গুঁড়ো দিন।একে একে সব সবজি দিয়ে দিন। ৫মিনিট মতো রান্না করুন। এবার লবণ দিন, একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছ ও মুড়ো দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন।জল শুকিয়ে মাছ ও সবজি সেদ্ধ হয়ে গেলে কয়েক টা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। চাইলে মিষ্টি দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes