খমন ঢোকলা (Khaman Dhokla recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#GA4
#Week12
দ্বাদশ সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি বেসন। গুজরাটি বিভিন্ন রান্নায় বেসন একটি প্রধান উপকরণ। ঢোকলা খুবই জনপ্রিয় এবং সহজ একটি গুজরাটি রেসিপি যা আঞ্চলিক খাদ্যের উর্ধ্বে আজ একটি সর্বভারতীয় খাদ্য।

খমন ঢোকলা (Khaman Dhokla recipe in Bengali)

#GA4
#Week12
দ্বাদশ সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি বেসন। গুজরাটি বিভিন্ন রান্নায় বেসন একটি প্রধান উপকরণ। ঢোকলা খুবই জনপ্রিয় এবং সহজ একটি গুজরাটি রেসিপি যা আঞ্চলিক খাদ্যের উর্ধ্বে আজ একটি সর্বভারতীয় খাদ্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১কাপবেসন
  2. ১টেবিল চামচমিহি সুজি
  3. ১/২চা চামচগ্রেটেড আদা
  4. ২টোকাঁচালঙ্কা (কুচি করা)
  5. ১/৮চা চামচহিং
  6. স্বাদমতোলবণ
  7. ১/৪চা চামচহলুদ গুঁড়ো
  8. ১টেবিল চামচচিনি
  9. ১টেবিল চামচসাদাতেল
  10. ১টেবিল চামচলেবুর রস
  11. ছোঁকের উপকরণ:
  12. ১টেবিল চামচসাদা তেল
  13. ১/২চা চামচকালো সর্ষে
  14. ১/৪চা চামচগোটা জিরে
  15. ১/৪চা চামচসাদাতিল
  16. ১/৮চা চামচহিং
  17. ১ টা ছোট ডাল কারিপাতা
  18. ৩ টেচেরা কাঁচালঙ্কা
  19. ১/২চা চামচলবণ
  20. ১টেবিল চামচচিনি
  21. ১টেবিল চামচলেবুর রস
  22. সাজানোর জন‍্য:
  23. ২চা চামচনারকেল কোরা
  24. ২চা চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা বড় বাটিতে বেসন আর সুজি চেলে নিয়ে ওর মধ‍্যে ফ্রুটসল্ট বাদে একেএকে ঢোকলার সব উপকরণ মিশিয়ে অল্প‌অল্প জল দিয়ে একটা সামান্য ঘন ব‍্যাটার বানিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    এবার প‍্যানে ১টেবিলচামচ তেল দিয়ে ছোঁকের সব উপকরণ দিয়ে ১/৪কাপ জল দিয়ে ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করতে হবে।

  3. 3

    একটা ডেচকিতে ৬০০মিলি জল আঁচে বসিয়ে ঢেকে রাখতে হবে।ব‍্যাটারে ফ্রুটসল্ট দিয়ে ১টেবিলচামচ ‌ জল দিয়ে ১মিনিট হাল্কা ফেটিয়ে গ্রিস করা পাত্রে ঢেলে ডেচকিতে একটা স্ট‍্যান্ড বসিয়ে ওর উপরে ব‍্যাটারের পাত্রটা রেখে ঢাকা দিয়ে অল্প আঁচে ১০মিনিট রাখতে হবে।

  4. 4

    ১০ মিনিট পর আঁচ থেকে নামিয়ে একটা চামচ ডুবিয়ে সেটা ক্লিন বেরিয়ে এলে বুঝতে হবে হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা প্লেটে ডিমোল্ড করতে হবে।

  5. 5

    এবার ছুরি দিয়ে কেটে উপরে ছোঁক দিয়ে ১০মিনিট রেখে প্লেটে সাজিয়ে উপরে নারকেল কোরা, ধনেপাতাকুচি দিয়ে সাজিয়ে দিতে হবে।

  6. 6

    তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করতে হবে খমন ঢোকলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes