ধোকলা (Dhokla recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

#GA4
#week12
গোল্ডেন অ্যাপ্রনের দ্বাদশ সপ্তাহ থেকে আমি বেসন বেছে নিয়েছি।তাই আজ বেসন দিয়ে তৈরি করলাম ধোকলা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু ও লোভনীয় হয়।

ধোকলা (Dhokla recipe in Bengali)

#GA4
#week12
গোল্ডেন অ্যাপ্রনের দ্বাদশ সপ্তাহ থেকে আমি বেসন বেছে নিয়েছি।তাই আজ বেসন দিয়ে তৈরি করলাম ধোকলা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু ও লোভনীয় হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০_২৫ মিনিট
৪ জনের জন্য
  1. ২৫০ গ্রাম বেসন
  2. ১ টেবিল চামচ টকদই
  3. ১/২ চা চামচ নুন
  4. ১/২ চা চামচ আদা বাটা
  5. ১ টেবিল চামচ সয়াবিন তেল
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ বেকিং পাউডার
  8. ১/২ চা চামচ বেকিং সোডা
  9. সিরাপে জন্য
  10. ১ চিমটিহিং
  11. ১০-১৫ টি কারিপাতা
  12. ২ টো কাঁচা লঙ্কা
  13. ১ টেবিল চামচ কালো সর্ষে
  14. ১/২ চা চামচ চিনি
  15. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০_২৫ মিনিট
  1. 1

    প্রথমে বেসনের মধ্যে টকদই,নুন,হলুদ গুড়ো,তেল, অাদা বাটা এক সাথে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার জল দিয়ে পাতলা করে বেটার বানিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার ঢাকা খুলে তাতে বেকিং পাউডার,বেকিং সোডা মিশিয়ে নিতে হবে।

  4. 4

    প্রেসারে মধ্যে কিছুটা জল দিয়ে একটা প্রাএের মধ্যে তেল বুলিয়ে একটা বাটার পেপার দিয়ে বেটার ঢেলে দিতে হবে।অার প্রসারের সিটি খুলে দিতে হবে।২০_২৫ মিনিট ঢাকা বন্ধ করে রাখতে হবে।এবার একটা টুথপিক দিয়ে দেখতে হবে ধোকলা হয়েছে কিনা।

  5. 5

    সিরাপ বানানোর জন্য একটি প্যানে তেল দিয়ে তাতে হিং, কালো সরষে, কারিপাতা, কাঁচালঙ্কা ফোরন দিয়ে তাতে নুন,চিনি দিয়ে সিরাপ ঠান্ডা করে নিতে হবে।

  6. 6

    এবার ওই সিরাপ ধোকলার ওপর দিতে হবে।

  7. 7

    ওই সিরাপ ধোকলার ওপর দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

Similar Recipes