সফট্ স্পঞ্জি ধোকলা (Soft spongy dhokla recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week12
বেসন
আমি বেসন বেছে নিয়ে আজ বানাবো সুপার সফট্ স্পঞ্জি ধোকলা । এটি সকালের নাস্তা বা বিকেলের টিফিনে দারুন হবে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

50 মিনিট
4 জন
  1. 200 গ্রামবেসন
  2. 2 চা চামচসুজি
  3. 1/2 চা চামচনুন
  4. 1/2 চা চামচচিনি
  5. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কাগুঁড়ো
  7. 1 টিকাগজির রস
  8. 4 টিকাঁচালঙ্কা
  9. 1 চা চামচকর্ণফ্লাওয়ার
  10. 1 প্যাকেটইনো
  11. 1 চা চামচতেল
  12. পরিমাণ মতো জল
  13. তড়কার জন্য
  14. 1/2 চা চামচতেল
  15. 8 পিসকারীপাতা
  16. 2 চা চামচধনেপাতা কুচি
  17. 1/2 চা চামচরাই (ছোট সরষে)
  18. 2 চা চামচচিনি
  19. 3 চা চামচজল

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    প্রথমে আমি বেসন, কাগজি,ইনো সহ সব মশলা এক জায়গাতে গুছিয়ে নিয়েছি ।

  2. 2

    এখন বেসনের মধ্যে সুজি নুন,চিনি,লঙ্কাগুড়ো,হলুদগুঁড়ো ও তেল সবএকসাথে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম । কাগজির রস মিশিয়ে আরও মেখে নিয়ে কর্ণফ্লাওয়ার দিয়ে ফেটিয়ে নিলাম । ব্যাটার খুব পাতলা হবে না বা খুব মোটা হবে না-খেয়াল রাখতে হবে ।

  3. 3

    এরপর একটি টিফিন কৌটৌ নিয়ে সরষের তেল মাখিয়ে নিয়ে ওর মধ্যে মাপে গোল করে বাটার পেপার বসিয়ে দিলাম ।এবার গ্যাসে অ্যাময় কুকিং প্যান বসিয়ে তাতে জল দিয়ে একটি স্ট্যাণ্ড রাখলাম । জল গরম হতে থাকল ।

  4. 4

    এবার বেসনের মিশ্রণে ইনো মিশিয়ে ফেটিয়ে নিয়ে তেল মাখা টিফিনে মিশ্রণটি ঢেলে দিলাম ও গ্যাসের গরম জলের উপর স্ট্যান্ডে টিফিন টি বসিয়ে দিলাম ।

  5. 5

    এখন চাপা দিয়ে কুড়ি মিনিট মতো রাখলাম ।কুড়ি মিনিট পর চাপা খুলে একটি কাঠির সাহায্যে দেখলাম, কাঠিতে কিছু লেগে নেই, মানে তৈরী ধোকলা।ধোকলা খুবই সুন্দর ফুলে উঠেছে, সফট স্পঞ্জি হয়েছে ।

  6. 6

    এবার কড়াতে তড়কা তৈরী করলাম ।কড়াতে হাফ চামচ তেল দিয়ে গরম করে কারিপাতা ও রায় দিয়ে সুগন্ধ উঠলে কাঁচালঙ্কা, অল্প জল ও চিনি দিলাম । চিনি গলে গেলে গ্যাস বন্ধ করলাম । তড়কা তৈরী ।

  7. 7

    এবার টিফিন টি ঠান্ডা হলে উল্টে নিয়ে একটি থালাতে ঢেলে নিলাম ও আরও একবার উল্টে একটি সার্ভিং প্লেটে ঢেলে ছুরি দিয়ে লম্বালম্বি ভাবে পিসপিস কেটে নিলাম ।উপরে তড়কা,কারিপাতা ও কাঁচালঙ্কা,ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে দিলাম । তৈরী সফট্ স্পঞ্জি ধোকলা ।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes