চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০গ্রামমুরগির মাংস
  2. ২ টি বড়পেঁয়াজ (মাঝারি টুকরো তে কাটা)
  3. ১ টি বড়ক্যাপ্সিকাম (মাঝারি টুকরো তে কাটা)
  4. ১ টি বড়টমেটো কুচি
  5. ২চা চামচআদা বাটা
  6. ১চা চামচ রসুন বাটা
  7. ৪ টেবিল চামচটকদই
  8. ৬চা চামচকর্নফ্লাওয়ার
  9. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  10. ১চা চামচহলুদ
  11. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. ২চা চামচসোয়া সস
  13. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাংসের মধ্যে ৪ চামচ কর্নফ্লাওয়ার, টক দই, একটু নুন, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা মাখিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে ভাজতে থাকুন। একটু লাল হলে তুলে রাখুন।

  2. 2

    এবার কড়াইতে যে তেল আছে ওই তেলেই পেয়াঁজ ভাজতে দিন। একটু লালচে হলে ক্যাপ্সিকাম দিয়ে ভাজতে থাকুনl

  3. 3

    ভাজা হলে এবার ওতে একে একে টমেটো কুচি, বাকি আদা বাটা,রসুন বাটা,সোয়া সস দিয়ে ভালো করে কষতে থাকুন।

  4. 4

    এবার ওতে নুন, চিনি, হলুদ গুঁড়া, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে কষতে থাকুন।

  5. 5

    এবার মশলা কষা হয়ে গেলে ওতেপরিমাণ মতো জল দিন। ফুটে উঠলে গ্যাস কম করে সেদ্ধ হতে দিন।

  6. 6

    মাংস সেদ্ধ হয়ে গেলে ২ চামচ কর্নফ্লাওয়ার গুলে ওতে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিন।এরপর পরিবেশন করুন ফ্রাইড রাইস এর সাথে বা পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

Similar Recipes