ড্রাই চিলি চিকেন (Dry chilli chicken recipe in Bengali)

Ritoshree De
Ritoshree De @ritoshree

প্রিয়। রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ

ড্রাই চিলি চিকেন (Dry chilli chicken recipe in Bengali)

প্রিয়। রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২জন
  1. ২৫০ গ্রাম চিকেন বোন লেস
  2. ১টা পেঁয়াজ চৌকো করে কাটা
  3. ১/৪ বড় ক্যাপ্সিকাম চৌকো করে কাটা
  4. ৫-৬ কোয়া রসুন কুচি
  5. ২ চা চামচ আদা রসুন বাটা
  6. প্রয়োজন অনুযায়ী সোয়া সস
  7. স্বাদ মতনুন ও চিনি
  8. ৭ টা লঙ্কা কুচি
  9. ৩চা চামচ মরিচ গুঁড়ো
  10. ১টা ডিম এর সাদা অংশ
  11. ১ কাপ ফুল ময়দা/ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে । আদা রসুন, সোয়া সস, নুন আর মরিচ গুরো দিয়ে। ১/২ ঘণ্টা ।

  2. 2

    তারপর কর্নফ্লাওয়ার এ সাক করে নিন চিকেন এর পিস গুলোবশুকন করে।

  3. 3

    এরপর ফ্রাই করুন। তেল এ চুবে যায় চিকেন সেই খেয়াল রেখে ভাজবেন। অল্প তেলে ভাজতে গেলে কর্নফ্লাওয়ার ভেঙে যাবে।

  4. 4

    এর পর গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিন।

  5. 5

    আলাদা করে এবার তেলে রসুন কুচি নেড়ে নিন ১০ সেকেন্ড মত। তারপর এতে পেঁয়াজ ক্যাপ্সিকাম ভেজে নিন।

  6. 6

    এর পর দিয়ে দিন নুন, কাঁচা লঙ্কা, সোয়া সস আর টমেটো সস।

  7. 7

    ভালো করে সস টা রাধুন। ঝাল ঝাল টেস্টে আসলে চিকেন ছেড়ে দিন। কোনো জল বা লে ওভার স্টক দেবেন না। একদম ড্রাই রাখবেন। শুধু তেল মসলা সবজি আর চিকেন। ব্যাস তৈরী। এর পর কব্জি ডুবিয়ে দিন। রেস্টুরেন্ট এ যাওয়ার দরকার কি?!!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ritoshree De
Ritoshree De @ritoshree

Similar Recipes