চিড়ের পোলাও(chirer polau recipe in Bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

#স্মলবাইটস

চিড়ের পোলাও(chirer polau recipe in Bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ৪ কাপ চিড়ে
  2. ১ কাপ গাজর কুচি
  3. ১ কাপ ফুলকপি কুচি
  4. ১/২ কাপ কড়াইশুটি
  5. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  6. ১ টেবিল চামচ আদা কুচি
  7. ১ টেবিল চামচ রসুন কুচি
  8. স্বাদমতোনুন চিনি
  9. ১/২ কাপ সাদা তেল
  10. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  12. ২-৩ টি কাঁচা লঙ্কা কুচি
  13. ১ চা চামচ ঘি
  14. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  15. ফোঁড়নের জন্য
  16. ১ চা চামচগোটা জিরে
  17. ১ টি তেজপাতা
  18. ১ টিশুকনো লঙ্কা
  19. ১ চা চামচ গোটা গরম মশলা
  20. ১/২ কাপ ভাজা কাজুবাদাম ও কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে ২-৩ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    গ্যাস অন করে কড়াইতে ১ টেবিল চামচ সাদা তেল গরম করে গাজর কুচি ফুলকপি কুচি কড়াইশুটি ভালো করে নাড়াচাড়া করে ১ চা চামচ নুন দিয়ে একটু ভাজা করে জলের ছিটে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।

  3. 3

    ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে সবজি সেদ্ধ হয়ে এলে ও জল শুকিয়ে গেলে সবজি গুলো একটি পাত্রে ঢেলে রাখতে হবে।

  4. 4

    এবার কড়াইতে বাকি তেল গরম করে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন ও চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখা সবজি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    সব কিছু একসাথে মিশে গেলে চিড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা কাজুবাদাম ও কিসমিস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    ভালো করে মেশানো হয়ে এলে গরম মসলা গুঁড়ো ও ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যাডিং টাইমে রেখে দিতে হবে।

  8. 8

    কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করুন চিড়ের পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

Similar Recipes