উচ্ছে-কুমড়ো ভাজা (Uchchhe-kumro bhaja recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

প্রথম পাতে তেতো খাওয়া‌র চল বাঙালি‌দের মধ্যে বিশেষ দেখা যায়।এতে স্বাদ কোরক বিশেষ ভাবে উজ্জীবিত হয়ে ওঠে, ফলে পরের পদগুলি ও ভালো লাগে খেতে।

উচ্ছে-কুমড়ো ভাজা (Uchchhe-kumro bhaja recipe in bengali)

প্রথম পাতে তেতো খাওয়া‌র চল বাঙালি‌দের মধ্যে বিশেষ দেখা যায়।এতে স্বাদ কোরক বিশেষ ভাবে উজ্জীবিত হয়ে ওঠে, ফলে পরের পদগুলি ও ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জনের জন্য
  1. ১৫০গ্রামউচ্ছে
  2. ৫০গ্রামকুমড়ো
  3. ১চিমটিকালো সর্ষে-
  4. ১টিশুকনো লঙ্কা
  5. স্বাদ মতনুন
  6. ১/৪চা চামচহলুদ গুঁড়ো
  7. ২চা চামচপেঁয়াজ কুচি
  8. ৩চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    কড়াই এ তেল দিয়ে কালো সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সর্ষে ফুটতে শুরু হলে ছোট কুচি করে কাটা উচ্ছে দিয়ে দিলাম। এক চিমটি হলুদ ও নুন দিয়ে ঢাকা দিলাম। কিছু সময় পর ঢাকা খুলে নেড়ে দিয়ে ছোট করে কাটা কুমড়োর টুকরো দিয়ে দিলাম। এবার আর ও একটু নুন ও বাকী হলুদ দিয়ে ঢাকা দিলাম। তার পর ঢাকনা খুলে নেড়ে নিলাম ও পেঁয়াজ কুচি দিয়ে আবার ও ঢাকা দিলাম।

  2. 2

    কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে দিলাম। একদম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। সাধারণ‌ত ভাতের সঙ্গে এই পদ‌টি খাওয়া হয়।আমার অবশ্য রুটি‌র সঙ্গে ও মন্দ লাগে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes