ডাল তারকা (Dal Tadka recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#GA4
#Week13
এবারের ধাঁধা থেকে আমি তুর ডাল বেছে নিয়েছি।

ডাল তারকা (Dal Tadka recipe in Bengali)

#GA4
#Week13
এবারের ধাঁধা থেকে আমি তুর ডাল বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপঅড়হর ডাল
  2. ১ টেবিল চামচমসুর ডাল
  3. ১ টেবিল চামচ মুগ ডাল
  4. ১ টেবিল চামচছোলার ডাল
  5. ১টাপেঁয়াজ কুচি
  6. ১চা চামচ রসুন কুচি
  7. ১চা চামচআদা কুচি
  8. ২টোকাঁচা লঙ্কা
  9. ১টাশুকনো লঙ্কা
  10. ১চা চামচধনেপাতা কুচি
  11. ১টাটমেটো কুচি
  12. স্বাদ মতোনুন ও চিনি
  13. ১চা চামচহলুদ গুঁড়ো
  14. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  15. ১চা চামচধনে গুঁড়ো
  16. ১/৪চা চামচগরম মশলা গুঁড়ো
  17. ১/৪চা চামচ আমচুর পাউডার
  18. ১চিমটিহিং
  19. ১চা চামচগোটা জিরে
  20. ২ টেবিল চামচতেল/ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব ডাল গুলো একসাথে নিয়ে ভালো ভাবে ধুয়ে ১৫-২০মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    প্রেসার কুকার এ তেল গরম হলে তাতে গোটা জিরে আর আদা কুচি দিয়ে একটু নেড়ে তাতে ডাল,নুন,হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    কড়ায় তেল দিয়ে তাতে জিরে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে। টমেটো কুচি দিতে হবে। এবার ধনে গুঁড়ো, হলুদ, নুন, চিনি, আমচুর পাউডার,গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলা টা কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ডালটা দিয়ে সামান্য জল দিয়ে একটু ফুটে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।যে পাত্রে ডালটা পরিবেশন করব তাতে ঢেলে দিতে হবে।

  5. 5

    এবার একটা করায়ে তেল দিয়ে তাতে হিং, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে গ্যাস অফ করে লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে ডালটার উপর ছড়িয়ে দিতে হবে। তৈরি ডাল তারকা। খেতে ভীষণ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes