আলু পনিরের ডালনা(aloo paneerer dalna recipe in Bengali)

Taru
Taru @cook_27757177

আলু পনিরের ডালনা(aloo paneerer dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামপনির
  2. 1 টাআলু
  3. 1 টাটমেটো কুচি
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1টেবিল চামচ ঘি
  9. 4 টেচেরা কাঁচা লঙ্কা
  10. 2টেবিল চামচ সর্ষের তেল
  11. 1 চা চামচচিনি
  12. স্বাদমতোনুন
  13. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে পনির ও পরে আলু লাল করে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    একই সরষের তেলে জিরে ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে,তারপর তাতে আদাবাটা দিয়ে হালকা মিশিয়ে তাতে টমেটো কুচি দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত কষতে হবে।

  3. 3

    তারপর তাতে একে একে গুঁড়ো মসলা, চেরা লঙ্কা ও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2মিনিট।মসলা কষে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা আলু এবং পনির দিয়ে আরো 2মিনিট কষিয়ে নিতে হবে একদম কম আঁচে।

  4. 4

    তারপর পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত,ঝোলটা ঘন হয়ে এবং আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে এলে তাতে গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ভাল করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।

  5. 5

    দশ মিনিট পর পরিবেশন করতে হবে আলু পনিরের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Taru
Taru @cook_27757177

Similar Recipes