মটর আলু দিয়ে পনিরের ডালনা (Motor aloo diye paneerer dalna recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো
এইভাবে নিরামিষ পনিরের পদ ঠাকুরের ভোগে দেওয়া হয়।

মটর আলু দিয়ে পনিরের ডালনা (Motor aloo diye paneerer dalna recipe in Bengali)

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো
এইভাবে নিরামিষ পনিরের পদ ঠাকুরের ভোগে দেওয়া হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম পনির
  2. ২ টিআলু
  3. ১/২কাপমটরশুঁটি
  4. ১ টুকরোআদা
  5. ১ টিটমেটো
  6. ৩ টিকাঁচা লঙ্কা
  7. ৫ টিকাজু
  8. ১/৪চা চামচজিরে গুঁড়ো
  9. ১/২ চা চামচধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১/২ চা চামচকাসুরি মেথি
  13. ১ টিতেজপাতা
  14. ১ টুকরোদারচিনি
  15. ২টিএলাচ
  16. ৩ টিলবঙ্গ
  17. ১/২ চা চামচগোটা জিরে
  18. পরিমাণ মতসাদা তেল
  19. স্বাদ মতনুন
  20. ১/২ চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সবুজ মটর ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর একটু নুন দিয়ে প্রেসার কুকারের সেদ্ধ করে নিতে হবে ।তারপর পনির কিউব করে কেটে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    তারপর ছোট ছোট করে আলু কেটে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে । টমেটো, আদা, কাজু আর কাঁচা লংকা একসাথে পেষ্ট করে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর ধনে গুড়ো, হলুদ, কাসুরি মেথি, জিরে গুড়ো আর একটু নুন দিয়ে ২ মিনিট নেড়ে টমেটোর পেষ্টটা ঢেলে দিতে হবে আর পেষ্টটা বাটি টা ধুয়ে জল টা দিয়ে কষিয়ে নিতে হবে।

  4. 4

    তাতে লংকা গুড়ো আর চিনি দিয়ে কষিয়ে নিতে হবে। তাতে সেদ্ধ করে রাখা মটর আর ভাজা আলু গুলো দিয়ে দিতে হবে। মশালার থেকে তেল ছাড়বে তখন ১.৫ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে ।

  5. 5

    ফুটে উঠলে ভেজে রাখা পনির গুলো দিয়ে আচঁটা কমিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা তুলে আরো ২-৩,মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes