মেলার বেগুনী (beguni recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

মেলার বেগুনী (beguni recipe in Bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
8 পিস
  1. 1 টিমাঝারি মাপের বেগুন
  2. 4টেবিল চামচ ছোলার বেসন
  3. 1টেবিল চামচ আতপ চালের গুঁড়ো,
  4. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1/8 চা চামচখাবার সোডা
  7. 1/8 কাপ জল
  8. স্বাদমতোনুন
  9. পরিমান মত তেল ভাঁজার জন্য
  10. স্বাদ মতবিট নুন উপর দিয়ে ছড়ানোর জন্য।

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, খাবার সোডা স্বাদ মত নুন আর জল দিয়ে ভালো করে মাখিয়ে একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানাতে হবে। এই ব্যাটার 10 মিনিট রেখে দিতে হবে ঢেকে।

  2. 2

    এবারে ভালো করে বেগুন ধুয়ে একটু পাতলা করে পছন্দ মত কেটে নিতে হবে। বেগুন কেটে না ধোঁয়াই ভালো তাতে মুচমুচে কম হয়।

  3. 3

    একটি কড়াইতে পরিমান মত তেল গরম করে, তাতে একটি করে বেগুনের স্লাইস আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারে চুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে গোল্ডেন করে। এবারে অল্প বিট নুন ছড়িয়ে পরিবেশ করা যাবে গরম গরম "মেলার বেগুনী"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes