বেগুনী (beguni recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#PB
বাড়ী তে বন্ধুরা আসলেই তৈরী করি গরম গরম বেগুনী। মায়ের থেকে শেখা।

বেগুনী (beguni recipe in Bengali)

#PB
বাড়ী তে বন্ধুরা আসলেই তৈরী করি গরম গরম বেগুনী। মায়ের থেকে শেখা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪ জন।
  1. ১ টিবেগুন,
  2. ১০০ গ্ৰাম,ব্যাটারের জন্য বেসন
  3. ২ টেবিল চামচচালের গুঁড়া
  4. স্বাদ মত নুন , চিনি
  5. ১ চা চামচ হলুদ,
  6. ১ চা চামচজিরে গুঁড়ো
  7. ১ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো
  8. ১ টেবিল চামচরসুন বাটা
  9. ১ কাপ জল(ব্যাটার পাতলা হবে না, একটু ঘন হবে )
  10. ১/২ চা চামচবিট নুন
  11. ১চা চামচ কালো জিরা
  12. ৩০০ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    বেগুন লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে। এবার বেসন, নুন,হলুদ,চিনি,জিরা গুঁড়া,শুকনো মরিচ গুঁড়া, রসুন বাটা, চালের গুঁড়া, কালোজিরা একসঙ্গে নিতে হবে

  2. 2

    জল দিয়ে ব্যাটার প্রস্তুত করে নিতে হবে। ব্যাটার খুব পাতলা হবে না

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে বেগুন ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে ও ওপরে বীট নুন ছড়িয়ে মুড়ি বা চা কফি র সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes