পালং স্যুপ (Spinach Soup recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#GA4
Week16

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি স্পিনাচ স্যুপ বেছে নিয়েছি।

পালং স্যুপ (Spinach Soup recipe in Bengali)

#GA4
Week16

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি স্পিনাচ স্যুপ বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 1 বাটিকুচানো পালং শাক
  2. 1/2 ইঞ্চিআদা
  3. 1/2টমেটো (ছোট)
  4. 1/2 চা চামচগোল মরিচ গুঁড়ো
  5. স্বাদ মতোনুন ও চিনি
  6. 1টেবিল চামচ বাটার / মাখন
  7. প্রয়োজন মতো ফ্রেশ ক্রীম

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    পালংশাক ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ভাপিয়ে জল থেকে তুলে রাখতে হবে। শাক ভাপানো জলটাও আলাদা করে রেখে দিতে হবে।

  2. 2

    ভাপানো পালংশাক মিক্সিতে পেস্ট করে রাখতে হবে। আদা ও টমেটো একসাথে পেস্ট করে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে 1টেবিল চামচ বাটার গরম করে আদা-টমেটো বাটা,নুন ও চিনি দিয়ে কষাতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে পালংশাকের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পালংশাকের কাঁচা গন্ধ চলে গেলে আলাদা করে রাখা শাক ভাপানোর জলটা দিয়ে ফুটতে দিতে হবে।

  4. 4

    ভালো করে ফুটে উঠলে গোল মরিচ গুরো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    বাটিতে ঢেলে উপরে ফ্রেস ক্রীম দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে পালং স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes