অল্প সময়ের প্রস্তুত বিরিয়ানি(alpo somoyer biriyani recipe in Bengali)

sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)

#GA4
#week16
যখন ঘরে বাসি বা আগে থেকে প্রস্তুত করা চিকেন বা মটন কারি থাকে তখন খুব সহজ উপায়ে ও অল্প সময়ে এই বিরিয়ানি তৈরি করা যায়, আমি ঘরের আগে প্রস্তুত করা ভাত দিয়ে তৈরি করেছি

অল্প সময়ের প্রস্তুত বিরিয়ানি(alpo somoyer biriyani recipe in Bengali)

#GA4
#week16
যখন ঘরে বাসি বা আগে থেকে প্রস্তুত করা চিকেন বা মটন কারি থাকে তখন খুব সহজ উপায়ে ও অল্প সময়ে এই বিরিয়ানি তৈরি করা যায়, আমি ঘরের আগে প্রস্তুত করা ভাত দিয়ে তৈরি করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
1জনের জন্য
  1. 1 কাপআগে থেকে তৈরি চিকেন কারি
  2. 1/4কাপবেরেস্তা
  3. 1 চা চামচবিরিয়ানি মশলা
  4. পরিমান মতোআগে থেকে প্রস্তত দুধের সর চালের ভাত
  5. পরিমাণ মতোঘি
  6. 2টেবিল চামচ কেওড়া জল
  7. 2টেবিল চামচ গোলাপ জল
  8. 4 ফোঁটামিঠে আতর
  9. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পিঁয়াজ রিং আকারে কাটতে হবে, তারপর ভেজে বেরেস্তা বানাতে হবে।

  2. 2

    আগে থেকে প্রস্তত চিকেন কারি এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে গরম করতে হবে।

  3. 3

    একটি অ্যালুমিনিয়াম এর বড়ো পাত্রে ঘি মাখিয়ে 3 চামচ চিকেনের গ্রেভি দিয়ে তাতে ভাতের লেয়ার তৈরি করতে হবে।

  4. 4

    এবার এর উপর চিকেন কারির আলু তিনটি ও 2টি চিকেনের পিস দিয়ে দিতে হবে,

  5. 5

    এবার এতে বেরেস্তা, ঘি, গোলাপ জল 1 টেবিল চামচ ও কেওড়া জল 1 টেবিল চামচ, মিঠে আতর 2 ফোঁটা দিয়ে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে আবার ভাত ছড়িয়ে একই ভাবে সব দিয়ে আবার আর একটা লেয়ার তৈরি করে, সবার উপর ভাত ছড়িয়ে বেরেস্তা, ঘি, মিঠে আতর, গোলাপ জল, এক টেবিল চামচ নুন, কেওড়া জল দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে।

  6. 6

    তারপর ঢাকনা দিয়ে আটা মাখা দিয়ে চারিদিক বন্ধ করতে হবে, তারপর গ্যাসে 20 মিনিট লো ফ্রেমে রেখে নামিয়ে নিতে হবে।

  7. 7

    তারপর 5 মিনিট রেখে ঢাকনা খুলে সব কিছু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)
I love to cook and eat also (Foodie) ☺
আরও পড়ুন

Similar Recipes