হাজি বিরিয়ানি (Haji Biriyani recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#wc
1939 সালে ঢাকা শহরে হাজি মহম্মদ হোসেন এই ধরনের বিরিয়ানি তৈরি করে বিক্রি করা শুরু করেন।

হাজি বিরিয়ানি (Haji Biriyani recipe in bengali)

#wc
1939 সালে ঢাকা শহরে হাজি মহম্মদ হোসেন এই ধরনের বিরিয়ানি তৈরি করে বিক্রি করা শুরু করেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ ঘন্টা
৪ জন
  1. ১ কেজি মুরগির মাংস বড় করে কাটা।
  2. ১ টেবিল চামচ শুকনোলঙ্কা গুঁড়ো
  3. ১ /২ টেবিল চামচ বিরিয়ানি মশলা গরম করে কুটে নেওয়া
  4. ১ /২ চা চামচ ফুড কালার
  5. ২ টেবিল চামচ রসুন বাটা
  6. ১ টেবিল চামচ আদা বাটা
  7. ১ টিগোটা পাতিলেবুর রস
  8. ২ টেবিল চামচ টক দই
  9. ১ টেবিল চামচ পেঁয়াজ কাটা
  10. ১ কেজি আলু হলুদ নুন দিয়ে সেদ্ধ করে ভেজে নেওয়া
  11. ২ টো বড় পেঁয়াজ বেরেস্তা
  12. ১ চা চামচ জাফরান দুধে ভিজিয়ে রাখা
  13. ১ /২ চা চামচ মিঠা আতর
  14. ১ /২ চা চামচ গোলাপ জল
  15. ১ /২ চা চামচ কেওড়া জল
  16. ১ টেবিল চামচ ঘি
  17. ১ টেবিল চামচ বিরিয়ানি মশলা
  18. ১ চা চামচ অরেঞ্জ ফুড কালার
  19. ১০ টা তেজপাতা
  20. স্বাদ মতপরিমাণ মতো নুন
  21. ৭০০ গ্রাম বাসমতী চাল ১ ঘন্টা ভেজানো
  22. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩ ঘন্টা
  1. 1

    প্রথমে মাংস ধুয়ে সব মশলা যেমন - নুন, লঙ্কা গুঁড়ো, ফুড কালার, রসুন বাটা, আদা বাটা, পাতিলেবুর রস, টক দই, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বাটা, একটু তেল মাখিয়ে প্রায় এক ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে।

  2. 2

    এবার বাসমতি চালে পরিমাণ মতো জল ও নুন দিয়ে অর্ধেক সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে হবে ।

  3. 3

    এরপর কড়াইতে সাদাতেল দিয়ে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ।সেদ্ধ হয়ে গেলে তুলে নেব।

  4. 4

    এবার ছড়ানো হাঁড়িতে অল্প ঘি মাখিয়ে তাতে তেজপাতা সাজিয়ে প্রথমে ভাত দেব এবার বিরিয়ানি মশলা তারপর বেরেস্তা দুধে ভেজানো ফুড কালার এবং মাংস ও আলুর টুকরো গুলো সাজাবো ।

  5. 5

    এইভাবে তিনটে ধাপ সাজিয়ে সবচেয়ে উপরের ধাপে আবার বেরেস্তা ও ঘি ছড়িয়ে দেব।

  6. 6

    একটা বড়ো পাত্রে জল গরম করে ফুটে উঠলে তাতে বিরিয়ানি সাজানো হাঁড়ি বসিয়ে দেব উপরে ভারি কিছু চাপা দেব। ৩০ মিনিট পর তৈরি গরম গরম হাজি বিরযানি আমি স্যালাড ও রায়তা দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes