চিতই পিঠে (chitoi pitha recipe in bengali)

Paulamy Sarkar Jana
Paulamy Sarkar Jana @cook_psj06
Madhyamgram, Kolkata 129

#সংক্রান্তির রেসিপি
পৌষ মাসের নলেন গুড় দিয়ে এই ভাপা পিঠা দারুণ জমে যায় তাই আজ বানালাম চিতুই পিঠে

চিতই পিঠে (chitoi pitha recipe in bengali)

#সংক্রান্তির রেসিপি
পৌষ মাসের নলেন গুড় দিয়ে এই ভাপা পিঠা দারুণ জমে যায় তাই আজ বানালাম চিতুই পিঠে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ ঘন্টা
১০জনের
  1. ১কাপ চালের গুঁড়ো
  2. ১/২ কাপ ময়দা
  3. ১/২কাপ সুজি
  4. ১ চা চামচ নুন (স্বাদ মতো)
  5. ২টেবিল চামচ নারকেল কোরা

রান্নার নির্দেশ সমূহ

৮ ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ময়দা ও সুজি ভাল করে মিশিয়ে নিতে হবে শুকনো তারপর ধীরে ধীরে জল দিয়ে অল্প অল্প করে চটকে চটকে একটা মিশ্রন বানাতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলা মোটা হবে না মাঝারি হবে এবার এই মিশ্রণটি পাঁচ-ছয় ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  2. 2

    6 ঘন্টা পর মিশ্রণটি আগের চেয়ে বেশি ঘন হয়ে যাবে কারণ সুজি ফুলে যাবে ।এবার এতে পরিমাণমতো নুন ও দরকার যদি হয় আরেকটু একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে আর এক এর মধ্যে নারকেল কোরাটাও মিশিয়ে নিতে হবে

  3. 3

    যে সরায় চিতই পিঠা করা হবে সেটা প্রথমে প্রায় একদিন জলে ভিজিয়ে রাখতে হবে কারণ মাটির সরা আগুনের তাপে ফেটে যেতে পারে

  4. 4

    সরা গ্যাসে বসিয়ে ভালো করে গরম করতে হবে,গরম হয়ে গেলে একটা নেকড়ায় কয়েক ফোটা তেল নিয়ে প্রথমবারে খাঁজগুলোকে মুছে নিতে হবে এবার এই মিশ্রণটি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে আর এক মিনিট পর উপর থেকে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে। তিন মিনিট পর দেখা যাবে পিঠা তৈরি হয়ে গেছে এরপর আস্তে আস্তে তুলে নিতে হবে। প্রথমবারে আমি অল্প তেল দিলাম পরেরবার থেকে সাধারণত লাগেনা

  5. 5

    প্রথমবার এরপর সরায় আর তেল দিতে লাগে না এই পিঠে তেল ছাড়াই হয় ।এগুলো সব হয়ে গেলে নলেন গুড় দিয়ে গরম গরম শীতের বিকালে দারুন লাগবে খেতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paulamy Sarkar Jana
Madhyamgram, Kolkata 129
ভীষণ ভালোবাসি রান্না করতেন আর খেতেও তার চেয়েও ভালোবাসি সবাইকে খাওয়াতে আর নানা রকম নতুন নতুন রান্না দেখতে এবং শিখতে খুব ভালো লাগে এটাই আমার পড়াশুনার পর দ্বিতীয় ভালোবাসা😁
আরও পড়ুন

মন্তব্যগুলি (9)

BR
BR @bondovrfood007
শব্দটা চিতই পিঠে.....পারলে খোঁজ নিও ভাই
( সম্পাদিত )

Similar Recipes