ভাপা পিঠে (bhapa pithe recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#সংক্রান্তির রেসিপি
পৌষ পার্বণে বাংলার ঘরে ঘরে পিঠা পুলি । এই সময় নতুন ধানের আগমনে বাঙালীরা আনন্দে নবান্ন বানায় । তার মধ্যে অন্যতম ভাপা পিঠে । আমি আজ বানালাম ভাপা পিঠে ।

ভাপা পিঠে (bhapa pithe recipe in bengali)

#সংক্রান্তির রেসিপি
পৌষ পার্বণে বাংলার ঘরে ঘরে পিঠা পুলি । এই সময় নতুন ধানের আগমনে বাঙালীরা আনন্দে নবান্ন বানায় । তার মধ্যে অন্যতম ভাপা পিঠে । আমি আজ বানালাম ভাপা পিঠে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2 কাপচাল গুঁড়ো
  2. 1/2 চামচনুন
  3. পরিমাণ মতো উষ্ণ গরম জল
  4. পুরের জন্য
  5. 1 লিটারদুধ
  6. 4 চা চামচচিনি
  7. 2 টিএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    দুধ ফুটতে ফুটতে পুরু হয়ে এলে এলাচগুঁড়ো ও চিনি মিশিয়ে আরো ফুটিয়ে নরম খোয়াক্ষীর তৈরী করে নিলাম ।

  2. 2

    এবার চালগুড়িতে নুন মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে হাতে করে মেখে নিলাম । এগুলো তিন ভাগে ভাগ করে লম্বা লম্বা করে রাখলাম । এর থেকে হাতে করে গোল গোল লেচি কেটে বাটির মতো করে তাতে খোয়াক্ষীর পুর দিয়ে মুড়ে পিঠের আকারে সেপ দিলাম ।

  3. 3

    এবার তলায় হাড়িতে গরম জল বসিয়ে উপরে ঝাঁঝরি থালা রেখে তেল ব্রাশ করে পিঠে গুলো বসিয়ে দিলাম ও চাপা দিলাম ।

  4. 4

    এভাবে 10 মিনিট হওয়ার পর ঢাকা খুলে দেখি পিঠে তৈরী ।

  5. 5

    আমি প্লেটে সাজিয়ে খেজুর গুড় দিয়ে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes