কড়াইশুঁটির কচুরি

raju
raju @cook_28292606

কড়াইশুঁটির কচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
1 সারভিং
  1. ১ কাপ ময়দা
  2. 1/2 কাপকড়াইশুঁটি
  3. ১ চা চামচ আদা বাটা
  4. সামান্যহিং
  5. স্বাদমতোনুন
  6. কচুরি ভাজার জন্য আন্দাজমতো তেল
  7. ১ চামচ সরষের তেল কড়াইশুঁটির পুর বানানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    কড়াইশুঁটি মিক্সিতে পেস্ট করে নিতে হবে

  2. 2

    কড়াইতে সরষের তেল দিতে হবে

  3. 3

    সরষের তেল গরম হলে এতে হিং ফোড়ন দিতে হবে

  4. 4

    এরপর এতে কড়াইশুঁটি বাটা দিতে হবে

  5. 5

    এরপর এতে স্বাদমতো নুন হলুদ ও আদা বাটা দিয়ে কষাতে হবে

  6. 6

    কড়াইশুঁটির পুর একটু পর ছেড়ে আসবে কড়াইয়ের গা থেকে তখন বুঝতে হবে পুর তৈরি

  7. 7

    তখন নামিয়ে রাখতে হবে।

  8. 8

    এরপর ময়দা নুন ও পরিমানমতো জল দিয়ে মেখে নিতে হবে

  9. 9

    এবার লেচি বেলে তার ভিতরে অল্প অল্প করে কড়াইশুঁটির পুর দিতে হবে

  10. 10

    এবার চারিদিক থেকে খুব সাবধানে কচুরির মুখ বন্ধ করে দিতে হবে

  11. 11

    এরপর হাতে তেল লাগিয়ে খুব সাবধানে বেলে নিতে হবে

  12. 12

    এরপর ছাঁকা তেলে উভয় পিঠ লাল লাল করে ভাজলেই তৈরি কড়াইশুঁটির কচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
raju
raju @cook_28292606

Similar Recipes