আলু ফুলকপির তরকারি

sampa
sampa @cook_28292490

আলু ফুলকপির তরকারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
2 সারভিংস
  1. একটি গোটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে
  2. ১ কি মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে
  3. 1/2 কাপকড়াইশুঁটি
  4. 1/3টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  6. স্বাদমতোনুন
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ২ টেবিল চামচ সরষের তেল
  10. 1/3টেবিল চামচ টমেটো সস
  11. ফোরনের জন্য একটি তেজপাতা ও গোটা সাদা জিরে

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে জলে 5 মিনিট ভাপিয়ে তুলে নিতে হবে

  2. 2

    কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা ও গোটা সাদা জিরা ফোড়ন দিতে হবে

  3. 3

    ফোরনের গন্ধ বেরোলে এরমধ্যে আলু ও সেদ্ধ করে রাখা ফুলকপি গুলি দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে হবে

  4. 4

    একটি পাত্রে আদা রসুন বাটা স্বাদমতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও টমেটোর সস এবং সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে রাখতে হবে

  5. 5

    এবার এই পেষ্টটি কড়াইতে ঢেলে দিতে হবে

  6. 6

    তেল ছাড়া অবধি ভালো করে কষাতে হবে

  7. 7

    তেল বেরিয়ে আসলে এবার এতে কড়াইশুঁটি দিতে হবে

  8. 8

    এরপর খুব অল্প পরিমাণে জল দিয়ে রান্না করতে হবে 10 মিনিট

  9. 9

    দশ মিনিট পর গ্যাসের আচ কমিয়ে দিয়ে উপর থেকে গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sampa
sampa @cook_28292490

মন্তব্যগুলি

Similar Recipes