চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malaikari recipe in Bengali)

Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011

#GA4
#week18
এটা প্রত্যেক বাঙালির ভীষণ পছন্দের পদ। গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিছু চাই না

চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malaikari recipe in Bengali)

#GA4
#week18
এটা প্রত্যেক বাঙালির ভীষণ পছন্দের পদ। গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিছু চাই না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৩জন
  1. ৬টা বড় চিংড়ি
  2. ১টা পেঁয়াজ কুচি
  3. ১/২" আদা বাটা
  4. ৭-৮ কোয়া রসুন বাটা
  5. ১/২মাঝারি টমেটো
  6. ১টা /স্বাদ অনুসারেলঙ্কা
  7. ১/২বাটি নারকেল বাটা
  8. স্বাদ অনুসারেনুন ও চিনি
  9. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  10. ৩-৪ টে কাজুবাটা
  11. ৩ টেবিল চামচ রান্নার তেল
  12. ৩-৪টিগোটা গরম মশলা
  13. ১চিমটিগুঁড়ো গরম মশলা
  14. ১চিমটি হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    তেলে চিংড়ি হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই গোটা গরম মসলা ফোরণ দিয়ে পিয়াজ কুচি দিন। নাড়াচাড়া করে পিয়াজ নরম হলে আদা রসুন বাটা দিন । একটু নেড়ে টমেটো কুচি আর হলুদ দিন।

  2. 2

    পুরো মসলা কষে গেলে পোস্ত টা দিয়ে নাড়ুন তাহলে পুরোটা একটা মন্ডের আকার নেবে। একবার এক কাপ মত জল দিন, জল ফুলে গেলে মাছ গুলো দিন। নুন মিষ্টি দিন।

  3. 3

    একটু ঢেকে মাছ নরম হলে নারকেল বাটা, কাজু বাটা, গরম মসলা গুঁড়ো আর চাইলে কাঁচা লংকা চিরে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011
হ্যাঁ আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes