নলেন গুড়ের ক্ষীর পাটিসাপ্টা (nolen gurer kheer patisapta)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#সংক্রান্তির রেসিপি
শীত কাল মানেই পিঠে পুলির উৎসব।
আর এর মধ্যে ক্ষীরের পাটিসাপটা তো অতুলনীয়। আমি গোবিন্দভোগ চাল ,সুজি, ময়দা দিয়ে এই পাটিসাপটা বানিয়েছি ।এটি বাড়ির সকলের খুব প্রিয়।

নলেন গুড়ের ক্ষীর পাটিসাপ্টা (nolen gurer kheer patisapta)

#সংক্রান্তির রেসিপি
শীত কাল মানেই পিঠে পুলির উৎসব।
আর এর মধ্যে ক্ষীরের পাটিসাপটা তো অতুলনীয়। আমি গোবিন্দভোগ চাল ,সুজি, ময়দা দিয়ে এই পাটিসাপটা বানিয়েছি ।এটি বাড়ির সকলের খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৬-৭ জন
  1. ২০০ গ্রাম গোবিন্দভোগ চাল
  2. ১ কাপ সুজি
  3. ২ কাপ ময়দা
  4. ৫০০ গ্রাম খোয়া ক্ষীর
  5. ৩ কাপ ঝোলা নলেন গুড়
  6. ১ কাপ চিনি
  7. ২ কাপ দুধ
  8. পরিমান মত সাদা তেল
  9. ১/২ চা চামচএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    গোবিন্দভোগ চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে ভাল করে বেটে নিতে হবে

  2. 2

    এবার ওর সাথে সুজি,ময়দা ১/২ কাপ চিনি,২ কাপ গুড় আর ২ কাপ দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে ৩০ মিনিট রাখতে হবে।

  3. 3

    এর পর ১কাপ দুধ,খোয়া ক্ষীর, ১/২ কাপ চিনি, ১ কাপ নলেন গুড় দিয়ে কড়াইতে পাক দিয়ে পাটিসাপটার পুর তৈরি করতে হবে।

  4. 4

    এবার ফ্রাইংপ্যানে সাদা তেল ব্রাশ করে হাতায় করে গোলা দিয়ে খুন্তির সাহায্যে একটু নিচের দিকে টেনে নিতে হবে।২ মিনিট রেখে উল্টো পিঠে আর একটু তেল দিয়ে ১ মিনিট রেখে আবার উল্টে ক্ষীরের পুর দিয়ে রোল করতে হবে।

  5. 5

    এইভাবে সবকটা পাটিসাপটা করে সার্ভিং প্লেটে নলেন গুড় ও ক্ষীরের পুর দিয়ে ডেকোরেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes