ভেজ কোফতা কারী চাইনিজ স্টাইলে (Chinese style e veg kofta curry recipe in Bengali)

Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

#GA4
#week20
এবারের থেকে আমি কোফতা বেছে নিলাম..
আর সেটাকেই চাইনিজরা স্টাইলে মানে মাঞ্চুরিয়ান এর মতো বানালাম..ছেলে এটা ভীষণ পছন্দ।।এমনি নরমাল কোফতা কারী খেতে চায় না..তবে এটা আমাদেরও ভাল লাগে।।ভিশন টেস্ট সাথে সস এর মিশ্রণ আহা

ভেজ কোফতা কারী চাইনিজ স্টাইলে (Chinese style e veg kofta curry recipe in Bengali)

#GA4
#week20
এবারের থেকে আমি কোফতা বেছে নিলাম..
আর সেটাকেই চাইনিজরা স্টাইলে মানে মাঞ্চুরিয়ান এর মতো বানালাম..ছেলে এটা ভীষণ পছন্দ।।এমনি নরমাল কোফতা কারী খেতে চায় না..তবে এটা আমাদেরও ভাল লাগে।।ভিশন টেস্ট সাথে সস এর মিশ্রণ আহা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 2 টাগাজর কুড়ানো
  2. 1 টাছোট বাঁধাকপি পাতলা করে কাটা
  3. 1 টাবড় সাইযের ক্যাপ্সিকাম পাতলা করে কাটা
  4. প্রয়োজন অনুযায়ী কর্ণফ্লাওয়ার
  5. প্রয়োজন মতো ময়দা তবে এটা কর্ণফ্লাওয়ার এর থেকে কম দিতে হবে
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. স্বাদ অনুযায়ীচিনি
  8. স্বাদ অনুযায়ীলাল লংকার গুঁড়া
  9. 5/6 টারসুন কুচি
  10. 1 টাক্যাপ্সিকাম কিউব করে কাটা
  11. 2 টাপিয়াজ কিউব করে কাটা
  12. 3 টা কাঁচা লঙ্কা লম্বা করে চেরা
  13. 1টেবিল চামচ সয়া সস
  14. 2টেবিল চামচ টমেটো সস
  15. 2টেবিল চামচ লাল চিলি সস
  16. 1টেবিল চামচ ভিনিগার
  17. পরিমাণ মতোভাজা ও রান্নার জন্য সাদা তেল
  18. পরিমাণ মতো পিঁয়াজকলি সাজানোর জন্য
  19. পরিমাণ মতোকর্ণফ্লাওয়ার গোলার জন্য রাখতে হবে

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে গাজর ক্যাপ্সিকাম আর বাঁধা কপি গুলো ময়দা আর কর্নফ্লাওয়ার নুন দিয়ে জল ছারাই মাখতে হবে

  2. 2

    ছোট ছোট গোল গোল বল বানাতে হবে

  3. 3

    এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব হাল্কা আঁচ এ ভাজতে হবে এপিঠ ওপিঠ করে

  4. 4

    এরপর ওই তেলেই রসুন কুচি দিয়ে ভাজতে হবে

  5. 5

    এরপর কিউব করে কাটা পিয়াজ আর ক্যাপ্সিকাম আর অল্প নুন দিয়ে হাল্কাভাবে ভেজে নিতে হবে

  6. 6

    এরপর সব সস আর ভিনিগার দিয়ে মিলিয়ে অল্প চিনি আর লংকার গুঁড়ো টা দিয়ে ভাল করে মিলাতে হবে

  7. 7

    ওতে গ্রাভি বানানোর জন্য জল দিতে হবে জল টা ফুটে উঠবে

  8. 8

    এরপর ভাজা ভেজ কোফতা গুলো ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নরম করতে হবে

  9. 9

    সামান্য কর্ণফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে ঘন হলে নামিয়ে নিতে হবে।।চেরা লঙ্কা ছড়িয়ে দিতে হবে।।ওপর থেকে পিয়াজকলি ছরিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

মন্তব্যগুলি (2)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Tomar recipe gulo darun 👌👌👍👍
Amar recipe bhalo lagle comments ar onusoron dio 👌👌

Similar Recipes