চাইনিজ কোপ্তা কারি (chinese kopta curry recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#GA4
#week10
এ সপ্তাহের ধাঁধা থেকে কোপ্তা বেছে নিলাম। এই রান্নাটি করতেও খুব কম সময় লাগে এবং খেতেও বেশ সুস্বাদু শীতকালীন সবজি দিয়ে এটা খেতে বেশি ভালো হয়। একে আমরা ভেজ মাঞ্চুরিয়ান ও বলতে পারি।

চাইনিজ কোপ্তা কারি (chinese kopta curry recipe in Bengali)

#GA4
#week10
এ সপ্তাহের ধাঁধা থেকে কোপ্তা বেছে নিলাম। এই রান্নাটি করতেও খুব কম সময় লাগে এবং খেতেও বেশ সুস্বাদু শীতকালীন সবজি দিয়ে এটা খেতে বেশি ভালো হয়। একে আমরা ভেজ মাঞ্চুরিয়ান ও বলতে পারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 জন
  1. 1 টাবাঁধাকপি কুচানো
  2. 1 টাগাজর গ্রেট করা
  3. 1/2 কাপবিন্সকুচি
  4. 1/2ক্যাপ্সিকাম মিহি করে কাটা
  5. 1 টাপেঁয়াজ কুচি করে কাটা
  6. 1 চা চামচআদার কিমা
  7. 1 চা চামচরসুন কিমা
  8. স্বাদমতোনুন ও চিনি
  9. 2 চা চামচসয়া সস
  10. 2 চা চামচটমেটো সস
  11. 1 চা চামচসুইট এন্ড সাওয়ার সস
  12. 1 চা চামচভিনেগার
  13. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  14. 4 চা চামচময়দা
  15. 3 চা চামচকনফ্লাওয়ার
  16. প্রয়োজন মতোসাদা তেল
  17. প্রয়োজন মতোজল
  18. পরিমান মতোসাজাবার জন্য ধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ গুলো এক জায়গায় গুছিয়ে নিলাম

  2. 2

    এবার জল গরম করে বাঁধাকপি, গাজর, বিন্স কুচি ও অল্প নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম।

  3. 3

    এরপর একটি পাত্রে সেদ্ধ সবজি অর্ধেক আদা অর্ধেক রসুন স্বাদমতো নুন ও চিনি কনফ্লাওয়ার ময়দা এক চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ সয়া সস এবং ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভাল করে মেখে নিলাম।

  4. 4

    এবার একটি কড়াইতে বেশি করে তেল গরম করে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তা র মতো করে তেলে দিলাম।

  5. 5

    দুপিঠ লাল করে ভেজে তুলে নিলাম।

  6. 6

    এরপর এক চামচ মত কড়াইতে তেল রেখে বাকি তেল সরিয়ে নিলাম।

  7. 7

    এরপর তেলে প্রথমে রসুন কুচি দিয়ে সতে করে আদার কিমা ও পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে নিলাম।

  8. 8

    এবার একে একে টমেটো সস, সয়া সস, ভিনিগার, সুইট এন্ড সাওয়ার সস, স্বাদমতো নুন ও চিনি দিয়ে মিশিয়ে জল দিয়ে ফুঁটিয়ে নিলাম।

  9. 9

    ফুটতে শুরু করলে ভেজে রাখা কোপ্তা, বাকি গোলমরিচ গুঁড়ো ও কনফ্লাওয়ার জলে গুলে দিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম।

  10. 10

    এরপর একটি পাত্রে ঢেলে ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম চাইনিজ কোপ্তা কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes