এগ রোল(Egg roll recipe in Bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

এগ রোল(Egg roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২ জন
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ১ বাটি শসা কুচানো
  3. ১ বাটি পেঁয়াজ কুচি
  4. ২টো কাঁচা লঙ্কা কুচি
  5. ২ টো ডিম
  6. ২ টেবিল চামচ চীনেবাদাম
  7. ৪ টেবিল চামচ টমেটো সস
  8. স্বাদমতোলবণ
  9. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ময়দা টাকে ভালো করে তেল ও লবণ দিয়ে ময়ান দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবার ভাল করে শসা, পিয়াজ, কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ময়দার মন্ড থেকে গোল করে কেটে রুটির আকারে বেলে নিতে হবে।

  4. 4

    এবার তাওয়াতে সাদাতেল দিতে হবে।তেল গরম হলে তাতে একটি ডিম লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তেলের উপর দিতে হবে।

  5. 5

    ডিমটার ওপরে এইবার রুটিটা দিয়ে দিতে হবে।

  6. 6

    এইবার রুটিটা এপিট ওপিট ভালো রে ভেজে নিতে হবে।

  7. 7

    এবার রুটির ওপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ,চিনেবাদাম ও টমেটো সস দিয়ে দিতে হবে।

  8. 8

    এবার একটি কাগজের সাহায্যে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে এগ রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

মন্তব্যগুলি

Similar Recipes