এগ রোল (egg roll recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পনেরো মিনিট।
এক জন।
  1. ১ টাডিম
  2. ১/২কাপময়দা
  3. ১ টা বড়পেঁয়াজ
  4. ১/২ শসা
  5. ২ টোকাঁচা লঙ্কা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ২টেবিল চামচসাদা তেল বা ডালডা
  8. ১/৩ চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. ১/২ চা চামচচাট মশলা
  10. ১/৩চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  11. ২চা চামচটমেটো সস
  12. ২ চা চামচ চিলি সস
  13. ৪-৫ ফোঁটালেবুর রস
  14. স্বাদমতোবিট নুন

রান্নার নির্দেশ সমূহ

পনেরো মিনিট।
  1. 1

    ময়দা টা একটু নুন আর তেল দিয়ে মেখে রাখতে হবে।

  2. 2

    এদিকে ডিম ফাটিয়ে ওতে নুন, লংকা গুরো দিতে হবে।

  3. 3

    ময়দা মাখা থেকে লেচি কেটে বেশ বড় করে বেলে নিয়ে পরোটা টা ভেজে নিতে হবে।

  4. 4

    এ বার উলটে দিয়ে ডিমের দিকটায় ঐ কাটা পেঁয়াজ কুচি শসা কুচি, লংকা, লেবুর রস, গুরো মশলা গুলো সব দিয়ে দিতে হবে। সস্ দুটো ও দিয়ে দিতে হবে।

  5. 5

    তাওয়া তে তেল দিয়ে ফাটানো ডিম টা দিয়ে, সংগে সংগে ভাজা পরোটা ডিমের উপর দিয়ে, একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে।

  6. 6

    এ বার রোলের নীচে একটা পেপার রেখে সব সুদ্ধ ভালো করে মুড়ে দিতে হবে।

  7. 7

    সস্ আর সালড দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এখরোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes