চিলি পনির রোল (chili paneer roll recipe in Bengali)

Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

#GA4
#week21
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি রোল অপশন টি বেছে নিয়েছি।

চিলি পনির রোল (chili paneer roll recipe in Bengali)

#GA4
#week21
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি রোল অপশন টি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মি
4জন
  1. 200 গ্রামপনির
  2. 3 টিপেঁয়াজ কুচি
  3. 3-4 টিলঙ্কা
  4. 2 চা চামচটমেটো সস
  5. 2 চা চামচসোয়া সস
  6. 2 চা চামচরসুন কুচি
  7. 1কাপময়দা
  8. 1 কাপসাদা তেল
  9. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

30মি
  1. 1

    প্রথমেই কড়াই তে 2চামচ তেল গরম করে তাতে রসুন কুচি দিতে হবে।
    হালকা ভাজা হলে পেঁয়াজ কুচি দিতে হবে

  2. 2

    ভাজা হলে লঙ্কা কুচি দিতে হবে।
    এবার এতে ছোট করে কাটা পনির দিয় স্বাদ অনুযায়ী নুন দেব।

  3. 3

    এবার পনির ভাজা হলে টমেটো সস,ও সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  4. 4

    তেল ছেড়ে দিলে নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে

  5. 5

    এবার ময়দা তে নুন ও ময়ান মিশিয়ে ডো বানিয়ে রাখতে হবে।

  6. 6

    এবার পরোটা বেলে অল্প তেলে হালকা করে ভেজে নিতে হবে

  7. 7

    এবার পরোটার এক পাশে পনির এর পুর ভরে প্রথমে দুপাশে মুড়ে, তারপর লম্বা করে মুড়ে রোল বানিয়ে নিতে হবে।

  8. 8

    এবার রোল গুলো আবার চাটুতে রেখে অল্প অল্প তেলে ভালো করে ভেজে নিতে হবে।

  9. 9

    তাহলেই রেডি চিলি পনির রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

Similar Recipes