আলুর দম (alur dom recipe in Bengali)

Rumki Mondal
Rumki Mondal @cook_28194610

আলুর দম দিয়ে গরম গরম লুচি হলে তো জমে যায়।

আলুর দম (alur dom recipe in Bengali)

আলুর দম দিয়ে গরম গরম লুচি হলে তো জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৭জন
  1. ২৫০ গ্রামমাঝারি সাইজের আলু
  2. ২টিপিঁয়াজ বড়ো সাইজের
  3. ২টোটমেটো
  4. ১ চা চামচ আদা,রসুন কাচাঁ লঙ্কা বাটা
  5. ২চা চামচটক দই
  6. পরিমাণ মতো গোটা গরম মশলা
  7. ১ চা চামচ ধনে গুড়ো
  8. স্বাদ অনুযায়ীকাশ্মীরি লঙ্কা গুড়ো,
  9. পরিমান মতোসরষের তেল
  10. প্রয়োজন মত ধনেপাতা কুচি
  11. ১/২চা চামচ হলুদ
  12. স্বাদমতনুন আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    সমস্ত মশলা রেডি।

  2. 2

    আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে হালকা ভাপিয়েনিতে হবে।তারপর লাল করে ভেজে নিতে হবে ।ভাজার সময় অল্প নুন দিয়ে ভাজতে হবে

  3. 3

    এরপর সরষের তেলে গোটা গরম মশলা দিয়ে পিয়াজ কুচি গুলি লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর সব বাটা মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে।ও স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিতে হবে।

  5. 5

    কষা হয়ে গেলে টক দই টি ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর ভাজা আলু গুলি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    তারপর ধনেপাতা কুচি দিতে হবে।

  8. 8

    এরপর ১কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।

  9. 9

    আপনার আলুর দম খাবার জন্য তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Mondal
Rumki Mondal @cook_28194610

Similar Recipes