নিরামিষ আলুর দম (niramish aloor dom recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
#পৌষপার্বন/ সরস্বতী পূজো

যে কোন পূজা-পার্বনের দিনে এই চটপটা নিরামিষ আলুর দম ভেজ ফ্রাইড রাইস বা খিচুড়ি বা লুচির সাথে জমে যায়।

নিরামিষ আলুর দম (niramish aloor dom recipe in bengali)

#ebook2
#পৌষপার্বন/ সরস্বতী পূজো

যে কোন পূজা-পার্বনের দিনে এই চটপটা নিরামিষ আলুর দম ভেজ ফ্রাইড রাইস বা খিচুড়ি বা লুচির সাথে জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4 জন
  1. 400 গ্রামমাঝারি আলু
  2. 2 চা চামচআদা বাটা
  3. 5-6 টিলঙ্কা বাটা
  4. 1 চা চামচহলুদ গুড়ো
  5. 1 চা চামচজিরা গুড়ো
  6. 1 চা চামচধনে গুড়ো
  7. 1 চা চামচগরম মসলা গুড়ো
  8. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুড়ো
  9. 1 চা চামচকাসুরি মেথির গুড়ো
  10. 1টেবিল চামচ দই
  11. 1টেবিল চামচ টমাটো কেচাপ
  12. 1 চা চামচপাঁচফোড়ন
  13. 1 চিমটিহিং
  14. 1 টিতেজপাতা
  15. 1 টিশুকনো লঙ্কা
  16. 1 চা চামচঘি
  17. স্বাদমতোনুন ও চিনি
  18. 4টেবিল চামচ সর্ষের তেল
  19. 1 চা চামচআমচুর গুড়ো

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো আধখানা করে কেটে ধুয়ে রাখতে হবে

  2. 2

    একটি কড়াইতে তেল গরম করে হলুদ আর নুন দিয়ে আলু গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ঐ তেলে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    একটি বাটিতে হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুড়ো একটু জলে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। মসলা ভালো কষাতে হবে। এরপর এর মধ্য দই ফেটিয়ে দিয়ে আবার কষাতে হবে।

  5. 5

    এরপর এর মধ্য টমাটো কেচাপ, আমচুর দিয়ে নেড়েচেড়ে এবার ভাজা আলুগুলো দিয়ে মসলার সাথে কষাতে হবে। এবার এর মধ্য আধ কাপ জল দিয়ে স্বাদমতো নুন চিনি দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে আলু সিদ্ধ করতে হবে।

  6. 6

    আলু সিদ্ধ হয়ে কাসুরি মেথির গুড়ো দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে ঘি আর গরম মসলা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে।

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (8)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007
অনেক অনেক ধন্যবাদ...মহাসপ্তমীর সপ্তমীর শুভেচ্ছা রইল

Similar Recipes