কড়াইশুঁটির কচুরি (karaishutir kochuri recipe in bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

#১লাফেব্রুয়ারি
#কড়াইশুঁটির কচুরি
শীতকালীন রেসিপি গুলোর মধ্যে খুব জনপ্রিয় একটা রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি আর শুকনো আলুর দম।গরম গরম মচমচে এই কচুরি ছোট বড় সবার কাছেই ভীষণ প্রিয়।

কড়াইশুঁটির কচুরি (karaishutir kochuri recipe in bengali)

#১লাফেব্রুয়ারি
#কড়াইশুঁটির কচুরি
শীতকালীন রেসিপি গুলোর মধ্যে খুব জনপ্রিয় একটা রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি আর শুকনো আলুর দম।গরম গরম মচমচে এই কচুরি ছোট বড় সবার কাছেই ভীষণ প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ১ কাপ কড়াইশুঁটি
  3. ১/২" আদার টুকরো
  4. ৩ টা কাঁচালঙ্কা
  5. ১ টেবিল চামচ রোস্টেড মশলা (ধনে,জিরা, মৌরি গুড়ো)
  6. স্বাদ মতো লবণ ও চিনি
  7. ১ চিমটি হিং
  8. ১/২ চা চামচ গোটা জিরা
  9. পরিমাণ মতো সর্ষের তেল আর সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ১ কাপ কড়াইশুঁটি গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রেখে তারপর ওর সাথে আদা ও কাঁচালঙ্কা দিয়ে বেটে একটা পেস্ট করে নিয়েছি।

  2. 2

    ময়দার সাথে পরিমাণ মতো লবণ,চিনি আর সাদা তেল দিয়ে ভালো ভাবে ময়াম দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    এখন কড়াইয়ে পরিমাণ বুঝে সর্ষার তেল গরম করে ওর মধ্যে ১ চিমটি হিং আর গোটা জিরা ফোড়ন দিয়ে, কড়াইশুঁটির পেস্ট ঢেলে দিতে হবে।পেস্টটার জল শুকিয়ে আসলে ওর মধ্যে রোস্টেড মশলা আর স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ভালো ভাবে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এখন ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে ওর ভেতরে কড়াইশুঁটির পুর ভরে ভালো ভাবে মুখ বন্ধ করে লুচির মতো বেলে নিতে হবে।

  5. 5

    কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে ওর মধ্যে একটা একটা করে ভেজে নিলেই তৈরি কড়াইশুঁটির কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

Similar Recipes