মালপোয়া (Malpoa recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#১লাফেব্রুয়ারী
#মালপোয়া
আমরা মালপোয়া টা অনেক ভাবে বানিয়ে খেতে পছন্দ করি,তবে যেমনি মালপোয়া হোক সবার খুব পছন্দের। যেকোন অনুষ্ঠান বা পূজা পা্ব্বন এ বানিয়ে থাকি।

মালপোয়া (Malpoa recipe In Bengali)

#১লাফেব্রুয়ারী
#মালপোয়া
আমরা মালপোয়া টা অনেক ভাবে বানিয়ে খেতে পছন্দ করি,তবে যেমনি মালপোয়া হোক সবার খুব পছন্দের। যেকোন অনুষ্ঠান বা পূজা পা্ব্বন এ বানিয়ে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১৷২ কাপ সুজি
  3. ১ কাপ দুধ
  4. ২ টেবিল চামচ কাজু(কুচি)
  5. ১ টেবিল চামচ কিসমিস(কুচি)
  6. ১ টি কলা
  7. ১ চা চামচ মৌরি
  8. ১ টেবিল চামচ পাউডার দুধ
  9. ১৷২ কাপ চিনি
  10. ১ চা চামচ এলাচ গুঁড়ো
  11. প্রয়োজন মতো সাদা তেল
  12. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে হাতের সামনে সব জিনিস গুছিয়ে নিতে হবে। একটা পাত্রে ময়দা, কলা, সুজি, কাজু কিসমিস কুচি, চিনি, মিল্ক পাউডার, সব একসাথে মিশিয়ে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটু একটু জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে ৩০ মিনিট এর জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে সুজিটা ভিজে যায়। (আপনারা চাইলে শুধু সুজি, ময়দা দুধ আর জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন)

  2. 2

    ৩০ মিনিট পর ব্যাটার টা বেশ সেট হয়ে গেছে,আরও একবার ভালো ভাবে ব্যাটার টা ফেটিয়ে নিতে হবে। যদি বেশি থিক হয়ে যায় তাহলে অল্প সামান্য জল দিতে পারেন। সব শেষে এলাচ গুঁড়ো বা এলাচ এর দানা দিতে হবে।

  3. 3

    এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল দিতে হবে, তেল ভাল মত গরম হলে একটা গোল চামচ এর সাহায্যে ব্যাটার টা প্যান এ দিতে হবে। আর লো আঁচে ভাজতে হবে।

  4. 4

    এবার উল্টো পিঠে ও একি ভাবে ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবার একটা প্লেটে সাজিয়ে উপর থেকে কিছু কাজু আর চেরি দিয়ে গা্রনিসিং করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মালপোয়া। আপনি চাইলে উপর থেকে একটু কনডেন্স মিল্ক ও দিতে পারেন (অপশনাল) ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes