রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫
  1. 1/2কেজি ডাবলি (রাতে ভিজানো)
  2. 1 কাপহাড়ছাড়া চিকেন ছোট করে কাটা
  3. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  4. 1 চা চামচমরিচ গুঁড়া
  5. 1 চা চামচহলুদ গুড়া
  6. 1 চা চামচচাটমসলা
  7. 1/2 চা চামচগরম মসলা
  8. 1 চা চামচধনে জিরা গুড়া
  9. 1/2 চা চামচবিট লবণ
  10. স্বাদমতোলবণ
  11. 1 কাপপেয়াজ কুচি
  12. 3-4 টিমরিচ কুচি
  13. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  14. 1টেবিল চামচ টমেটো কুচি
  15. 2টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডাবলি সামান্য লবণ, হলুদ, মরিচ গুড়ো ও পরিমাণমতো পানি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। পানিটা শুকিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন।

  2. 2

    এবার অন্য একটি পাত্রে পেয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে আদা রসুন বাটা, লবণ ও গুড়ো মসলা গুলো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে চিকেন গুলো দিন। চিকেন টা ভালো ভাবে কষিয়ে নিতে হবে

  3. 3

    চিকেন মাখা মাখা হয়ে এলে ডাবলির মিশ্রণ ঢেলে ভালো করে নেড়ে মিলিয়ে উপরে লেবুর রস দিয়ে নামিয়ে নিন।

  4. 4

    এবার ফুচকার ভেতরে চিকেন চটপটি ভরে পেয়াজ, টমেটো,সেদ্ধ ডিম কুচি দিন

  5. 5

    পছন্দসই টক পানি দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lipy Ismail
Lipy Ismail @lipy_19
Dhaka
Cooking is not only my passion, it's my obsession! A home cook, a house wife, a mother & a food lover, who loves to cook, click & eat food!
আরও পড়ুন

Similar Recipes