রুই মাছের ঝোল (rui macher jhol recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ফ্রেবুয়ারি২
#মাছেরঝোল

রুই মাছের ঝোল (rui macher jhol recipe in Bengali)

#ফ্রেবুয়ারি২
#মাছেরঝোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ৬-৭টুকরো রুই মাছ
  2. ১ টি টমেটো
  3. ২ টি পেয়াঁজ
  4. ১ চা চামচআদাবাটা
  5. ১ চা চামচ লঙ্কা বাটা
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. প্রয়োজন মতোসর্ষের তেল
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ ঘি
  14. ১/২ চা চামচ পাচঁফোড়ন
  15. ১/২ চা চামচ চিনি
  16. প্রয়োজন মতো জল
  17. প্রয়োজন মতোতেজপাতা ও লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন,হলুদ ও একটু আটা মাখিয়ে নিয়েছি।পেয়াঁজ কুচি করে নিয়েছি, টমেটো ঘযে নিয়েছি

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে মাছ গূলো কম আচে কড়া করে ভেজে নিলাম।

  3. 3

    ওই কড়াইয়ে মাছ তুলে নিয়ে আর একটু তেল দিয়ে পাচঁফোড়ন, লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেয়াঁজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একে একে টমেটো ও সব মশলা দিয়ে ভালো করে কযিয়ে নিয়ে কাশ্মীরী লঙ্কা গুড়ো,নুন দিয়ে ও ১/২ চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ও ঢাকা দিয়ে ফুটতে দিলাম।

  4. 4

    এবার ঝোল ফুটে ঘন হলে মাছ দিয়ে নাড়িয়ে গরমমশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলাম।

  5. 5

    এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes