ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা (Fulkopi diye hanser dimer dalna recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#GA4
#week24

চতুর্বিংশ সপ্তাহের ধাঁধাঁ থেকে "ফুলকপি" শব্দ বেছে নিয়ে আমি বানিয়েছি 'ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা'।

ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা (Fulkopi diye hanser dimer dalna recipe in Bengali)

#GA4
#week24

চতুর্বিংশ সপ্তাহের ধাঁধাঁ থেকে "ফুলকপি" শব্দ বেছে নিয়ে আমি বানিয়েছি 'ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা'।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ১ টা মাঝারি ফুলকপি
  2. ৬ টা হাঁসের ডিম
  3. ১ টা বড় আলু
  4. ১ টা মাঝারি টমেটো
  5. ২ টো তেজপাতা
  6. ২. ৫ চা চামচ গোটা জিরা
  7. ১টা মাঝারি পেঁয়াজ
  8. ৫ টা গোটা শুকনোলঙ্কা
  9. ১চা চামচ হলুদ
  10. ১ ইঞ্চি আদা
  11. ১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো
  12. স্বাদ মতনুন ও চিনি
  13. পরিমাণ মতো সর্ষের তেল
  14. পরিমাণ মতো গরম জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে।এরপর খোসা ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে রাখতে হবে।ফুলকপির ফুলগুলো কেটে ধুয়ে নিতে হবে।আলু ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে।টমেটো কুচি কুচি করে কেটে নিতে হবে

  2. 2

    কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ডিমগুলো ভেজে তুলে নিতে হবে।ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলুও হলুদ নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    মিক্সিতে ২ চা চামচ গোটা জিরা,শুকনোলঙ্কা,পেঁয়াজ ও আদা ২চামচ জল দিয়ে খুব মিহি করে বেটে নিতে নিতে হবে।কড়াইতে আবার পরিমাণ মতো তেল গরম করে তেজপাতা ও গোটা জিরা ফোড়ন দিয়ে ভেজে ফোড়নের সুন্দর গন্ধ ছাড়লে টমেটো দিয়ে নেড়েচেড়ে টমেটো গলে গেলে পেঁয়াজবাটা,হলুদ ও ২ চামচ ঈষদুষ্ণ জল দিয়ে নেড়েচেড়ে মাঝারি আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে

  4. 4

    মশলা কষানো হয়ে তেল ছাড়লে ভেজে রাখা আলু,ডিম আর ৪ টেবিল চামচ ঈষদুষ্ণ জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি দিতে হবে

  5. 5

    ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল,স্বাদ মতো নুন চিনি দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে ঢিমি আঁচে ৫ মিনিট ফুটতে দিতে হবে

  6. 6

    ৫ মিনিট পরে গ্যাস বন্ধ করে ঢাকা খুলে ওপরে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার ঢেকে রাখতে হবে।এরপর গরম গরম ভাত, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে হবে।আমি নবরত্ন পোলাও এর সাথে পরিবেশন করেছি 'ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা'

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes