দই বড়া(Doi vada recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#GA4
#Week25
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি দই বড়া নিয়েছি।

দই বড়া(Doi vada recipe in Bengali)

#GA4
#Week25
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি দই বড়া নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের
  1. 200 গ্রামবিউলি ডাল
  2. 200 গ্রামটক দই
  3. 1 চা চামচরোষ্ট করা জিরা গুরো
  4. স্বাদমতোঅল্প চিলি ফ্লেক্স
  5. 2 চা চামচলবণ
  6. স্বাদমতোসামান‍্য বীট নুন
  7. প্রয়োজন অনুযায়ীসামান‍্য ধনেপাতা কুচি
  8. 1/2 কাপঝুরি ভাজা
  9. 100 গ্রামতেঁতুল
  10. 100 গ্রামচিনি
  11. 1/2 চা চামচমেথি,সর্ষে
  12. প্রয়োজন মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ডাল আগের দিন ভিজিয়ে,জল ছেকে বেটে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে 2,3 গ্লাস জল নুন দিয়ে ফুটিয়ে রাখতে হবে।

  3. 3

    বাটা ডাল খুবকরে ফেটিয়ে 1 ঘন্টা রেষ্টে রাখতে হবে,ফুলে উঠার জ‍ন‍্য।

  4. 4

    1 ঘন্টা পর আবার একটু ফেটিয়ে, ডুবো তেলে বড়া ভেজে তুলতে হবে।

  5. 5

    1 ঘন্টা ভাজা বড়া নুন জলে ভিজিয়ে রাখতে হবে।

  6. 6

    কড়াইয়ে 1চামচ তেল দিয়ে মেথি সর্ষে ফোরণ দিয়ে তেঁতুল কাত দিন সামন‍্য নুনম মিষ্টি দিয়ে,টক,মিষ্টি তেঁতুলের চটনি করে নিতে হবে।সব ছবিতে দেখিয়েছি।

  7. 7

    এবার পরিবেশন পাত্রে পথমে বড়া জল চিপে সাজাতে হবে,তার পর দইয়ে সাম‍ন‍্য বিট নুন দিয়ে ফেটিয়ে বড়ার উপর দই দিতে হবে। তারপর টকমিষ্টি চাটি দিতে হবে,জিরে গুরো,চিলিফ্লেক্স ছরিয়ে দিতে হবে।

  8. 8

    সবশেষে ধনেপাতা কুচি আর ঝুরিভাজা ছরিয়ে পরিবেশন করুন দই বড়া।গরমে দারুণ লাগবে।

  9. 9
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes