দই বড়া(Doi Bora recipe in bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#GA4
#Week25

এবারের খাদ্য সংক্রান্ত ধাঁধা থেকে দই বড়া চয়ন করলাম কারণ গরম উঁকি ঝুঁকি মারছে আর তাই আমার রান্নাঘরে এই পদটি নিত্য সঙ্গী। ভীষণ পছন্দের এই দই বড়ার রেসিপি শেয়ার করলাম।

দই বড়া(Doi Bora recipe in bengali)

#GA4
#Week25

এবারের খাদ্য সংক্রান্ত ধাঁধা থেকে দই বড়া চয়ন করলাম কারণ গরম উঁকি ঝুঁকি মারছে আর তাই আমার রান্নাঘরে এই পদটি নিত্য সঙ্গী। ভীষণ পছন্দের এই দই বড়ার রেসিপি শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জন
  1. 1 কাপকড়াইয়ের ডাল
  2. 1/2 কাপমুগের ডাল
  3. 1/2 চা চামচনুন
  4. 1 চা চামচজোয়ান
  5. 1/2 চা চামচআধভাঙ্গা ধনে
  6. 1টেবিল চামচ মিহি কুচানো আদা
  7. 2 টোকাঁচালঙ্কা
  8. 1/4 চা চামচহিং
  9. 1 চিমটিখাবার সোডা
  10. 1 কাপফেটানো দই
  11. 2টেবিল চামচ গুঁড়ো চিনি
  12. প্রয়োজন অনুযায়ীভাজবার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    ডাল দুটো আলাদা পাত্রে 6 ঘন্টা ভিজিয়ে, জল ঝরিয়ে বেঁটে নিতে হবে।প্রয়োজনে সামান্য জল দেবেন তবে বেশি জল একদমই না।

  2. 2

    এবার একটা বড় পাত্রে আজার করে নিয়ে হাথের বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।এতে একদম ব্যাটার ফ্লাফি তৈরি হবে। পাত্রটি হাথে নিলে ওজন হালকা লাগবে।

  3. 3

    এবার এই ব্যাটারে যোগ করুন জোয়ান, ধনে,আদা,কাঁচা লঙ্কা, হিং,স্বাদমতো নুন ও সামান্য খাবার সোডা।ভালো করে আরেকবার ফেটিয়ে নিন।

  4. 4

    কড়ায় তেল গরম করে ঠান্ডা করুন আঁচ রাখুন মিডিয়াম । এবার একে একে ব্যাটার তুলে বড়ি দেয়ার মত বড়া গুলো ছাড়ুন।

  5. 5

    বড়া ভেজে নিয়ে একটা পাত্রে আগে থেকে গুলে রাখুন নুন,2 কাপ জল ও 1 টেবিল চামচ দই। ভাজা বড়া গুলো এই দইজলের মিশ্রনে ফেলে রাখুন।

  6. 6

    এবার আরেকটা পাত্রে মেশান চিনি,দই আর ভালো করে ফেটিয়ে নিন।

  7. 7

    এবার দইজলের মিশ্রণ থেকে বড়া গুলো তুলে হাথের তালুতে সামান্য চেপে নিয়ে সাজিয়ে নিন পরিবেশন করার পাত্রে।ওপর থেকে গাঢ় দই এর মিশ্রণটি ঢেলে দিন।

  8. 8

    পরিবেশন করুন পছন্দ মতো টক মিষ্টি চাটনি,ভাজা জিরে গুঁড়ো এবং লাললঙ্কার গুঁড়ো দিয়ে। আহা!!👌

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes