চীজি ব্রেড অমলেট(cheesy bread omlette recipe in Bengali)

Debi Deb
Debi Deb @cook_25552467

চীজি ব্রেড অমলেট(cheesy bread omlette recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4মিনিট
1jon
  1. 2 স্লাইসব্রেড / পাউরুটি
  2. 2 টাডিম
  3. 2 চা চামচপেঁয়াজ কুচি
  4. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  5. 2 চা চামচটমেটো কুচি
  6. 1/4 চা চামচনুন
  7. 2চা চামচবাটার /মাখন
  8. 1 চিমটি গোলমরিচ গুঁড়ো
  9. 2 চা চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

4মিনিট
  1. 1

    প্রথমে একটা বড় বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর নুন নিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে ডিম ভেঙে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা প‍্যানে বাটার গরম করে এরমধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে।ও এর উপর ব্রেডের স্লাইস গুলো দিতে হবে।

  3. 3

    এবার ব্রেডের উপর চিজ গ্ৰেট করে দিতে হবে।ও ডিম টা ব্রেডের উপর অমলেটের মতো দিতে হবে ও কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।এরপর অমলেটটাকে মাঝখানে কেটে স‍্যালাড আর উপরে গুলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debi Deb
Debi Deb @cook_25552467

Similar Recipes