চিঁড়ে ভুট্টার পোলাও (Chire bhuttar pulao recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#স্মলবাইটস্
চিঁড়ের পোলাও
সকাল বা বিকেল বেলা জলখাবারের জন্য খুব সহজেই চটজলদি এই মুখরোচক পোলাও তৈরি করা যায়।

চিঁড়ে ভুট্টার পোলাও (Chire bhuttar pulao recipe in Bengali)

#স্মলবাইটস্
চিঁড়ের পোলাও
সকাল বা বিকেল বেলা জলখাবারের জন্য খুব সহজেই চটজলদি এই মুখরোচক পোলাও তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 1 কাপচিঁড়ে
  2. 1/2 কাপসেদ্ধ ভুট্টার দানা
  3. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  4. 1/4 কাপপেঁয়াজ কুচি
  5. 1টেবিল চামচ চীনেবাদাম
  6. 1/2 চা চামচআদা বাটা
  7. পরিমাণ মততেল
  8. স্বাদ মতলবণ
  9. 1/3 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচচিনি
  11. 1টেবিল চামচ লেবুর রস
  12. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. ফোড়ন এর জন্য
  14. 2 টিশুকনো লঙ্কা
  15. 1 চা চামচজিরে
  16. 1/4 চা চামচহিং
  17. 1/3 চা চামচকালো সরষে
  18. সাজাবার জন্য
  19. 1টেবিল চামচ নারকেল কোরানো
  20. 2টেবিল চামচ ভুজিয়া

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    চিঁড়ে ধুয়ে, জল ঝরিয়ে, লবণ আর চিনি মিশিয়ে রাখতে হবে।

  2. 2

    তেলে ফোড়ন দিয়ে, তাতে চিনে বাদাম দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এবার এতে পেঁয়াজ কুচি ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভাজতে হবে।

  4. 4

    পেঁয়াজ আর ক্যাপ্সিকাম হালকা নরম হলে এতে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যায়।

  5. 5

    ভুট্টার দানা আর চিঁড়ে মিশিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে অল্প জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই তৈরি চিঁড়ে ভুট্টার পোলাও।

  6. 6

    উপর থেকে ভুজিয়া আর নারকেল কোরানো ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে সুস্বাদু চিঁড়ে- ভুট্টার পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes