রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 4 টুকরোপাউরুটি
  2. 1 টিপেঁয়াজ
  3. 1/2 কাপক্যাপ্সিকাম কুচি
  4. 2 টিকাঁচা লঙ্কা
  5. 1/2 +1/2চা চামচ রসুন কুচি ও আদা কুচি
  6. 1/2 চা চামচসয়াসস ও ভিনেগার
  7. 1/2 চা চামচগ্ৰীন চিলি ও রেড চিলি সস
  8. 2 টেবিল চামচ টমেটো সস
  9. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. স্বাদমতোলবণ ও চিনি
  12. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পাউরুটি গুলোকে ধারটা কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপরে শুকনো খোলায় পাউরুটিটা কে ভালো করে রোস্ট করে নিতে হবে।

  2. 2

    এরপরে একটা করাইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে একে একে লঙ্কা, রসুন কুচি, আদা কুচি পেঁয়াজ কুচি,ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপরে সমস্ত সস গুলি দিয়ে লবণ, গোলমরিচ গুঁড়ো ও সামান্য চিনি ও লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ব্যাস এবারে পাউরুটি গুলো দিয়ে দিতে হবে। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের চিলি ব্রেড।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Similar Recipes

More Recommended Recipes