রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. কাঁকরোল তিনটি অর্ধেক করে কাটা। সর্ষে_ ২ চামচ দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা, হাফ নারকেল কুড়িয়ে বাটা, নুন,হলুদ, সর্ষের তেল পরিমাণ মতো,আর বেসন পরিমাণ মতো অর্থাৎ যতটা প্রয়োজন ততটা।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কাঁকরোল অর্ধেক করে কেটে সেদ্ধ করে বীজগুলো কুড়িয়ে নিতে হবে। তারপর মিক্সিতে বীজ গুলো পেস্ট করতে হবে। এইবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তাতে কাঁকরোল বীজের পেস্ট, নারকেল পেস্ট, সর্ষে বাটা,নুন,হলুদ দিয়ে নেড়ে একটা পেস্ট বানাতে হবে। এইবার সেদ্ধ কাঁকরোল খোলার মধ্যে পুর ভরে বেসনের গোলায় ডুবিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হলে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমার তিনটে কাঁকরোল অর্ধেক করে ছয়টা হয়েছে। আমি পাঁচ টা দিয়ে সাজিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
জয়তী মিত্র

মন্তব্যগুলি (2)

Similar Recipes